কলকাতার ভাষা পরিষদ হলে আনুষ্ঠানিক সূচনা হল “নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি” ক্যাম্পেইনের

মীযান ডেস্ক: কলকাতার ভারতীয় ভাষা পরিষদ হলে “নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি” প্রচার অভিযানের আনুষ্ঠানিক সূচনা হল রবিবার ১ সেপ্টেম্বর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় সম্পাদিকা মোসাম্মাৎ এ রহমাতুন্নিসা, সভাপতিত্ব করেন আমীরে হালকা বা রাজ্য সভাপতি ডা. মসিহুর রহমান। স্বাগত ভাষণ দেন জামাআতের রাজ্য মহিলা সম্পাদিকা মঞ্জুরা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মনোজ্ঞ আলোচনাসভায় অংশগ্রহণ করেন বিশিষ্ট চিকিৎসক ডা. সুরাইয়া রহমান, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ‘ল বোর্ডের সদস্যা উজমা আলম, ডা. নীলাম গাজালা, শুবুই আজিজ প্রমুখ।

ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্য সাধারণ সম্পাদক মোহা. মশিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের বিভাগীয় রাজ্য সম্পাদক শা’দাব মাসুম, কলকাতা মেট্রো সিটির নাযিম জুলফিকার আলী গাজী, মেট্রো সিটির নাযিমা মাহফুজা খাতুন, কলকাতা জেলার সহকারী নাযিম অধ্যাপক ড. জাফির আহমেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মেট্রো সিটির সহকারী নাযিমা ড. সাবা তাজ।

Stay Connected

Advt.

%d bloggers like this: