অবশেষে দু-ভাগ এরশাদের জাতীয় পার্টি, বাংলাদেশের রাজনীতিতে ফের নয়া সমীকরণ

মীযান ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি দু-টুকরো হয়ে গেল। এক ভাগ নিলেন তাঁর স্ত্রী রওশন এরশাদ এবং আরেকভাগ রইল এরশাদের ভাই জি.এম কাদেরের হাতে। এরশাদের মৃত্যুর পর দলের ব্যাটন কার হাতে থাকবে তা নিয়ে অনেক জল্পনা-কল্পনার পর আনুষ্ঠানিকভাবে এ কথা ঘোষণা করা হয়।

বুধবার রওশন এরশাদ নিজেকে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। এই ঘোষণা সম্পর্কিত তাঁর সই করা এক বিজ্ঞপ্তি সংবাদমাধ্যমে পাঠানো হয়। রওশন এরশাদের এই ঘোষণাকে হাস্যকর বলে উল্লেখ করেছেন নয়াদিল্লি সফররত তাঁর দেওর জি.এম কাদের।

উল্লেখ্য, ১৯৭৫ সালে মুজিবর রহমানের প্রয়াণের পর পর্যায়ক্রমে ক্ষমতায় আসেন খন্দকার মুশতাক আহমদ, জেনারেল জিয়াউর রহমান ও জেনারেল হুসেন মুহম্মদ এরশাদ। জিয়া ও এরশাদ সেনাপ্রধান থাকা অবস্থায় নিজেদের রাষ্ট্রপতি ঘোষণা করে পরে রাজনৈতিক দল গড়েন। এরশাদের হাতে গড়া জাতীয় পার্টির চেয়ারম্যান তাঁরই ভাই জি.এম কাদের এখন ভারত সফরে রয়েছেন। এই সময় রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করায় দু’ভাগ হয়ে গেল দলটি। গত দু’টি জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার বিএনপি অংশ না নেওয়ায় জাতীয় পার্টি সংসদে বিরোধীদলে রয়েছে। দলের নিয়ন্ত্রণ নিয়ে কাদের ও তাঁর ভাবির মধ্যে বিরোধ চলছে অনেক দিন ধরেই।

উল্লেখ্য, রওশন এরশাদ কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার দাবি করে জি.এম কাদেরকে সরিয়ে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। তবে বিষয়টিকে ‘হাস্যকর’ হিসেবে আখ্যায়িত করেছেন জি.এম কাদের। বাংলাদেশে নির্বাচন এলেই জাতীয় পার্টিতে চাপান-উতোর শুরু হয়। এরশাদের জীবদ্দশাতেও তা হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব মহম্মদ মুজিবুল হক (চুন্নু) বলেন, “আমি কিছুই জানি না।”

প্রসঙ্গত, আওয়ামি লিগ সরকারের সঙ্গে রওশন এরশাদের সম্পর্ক নিয়ে জাতীয় পার্টির ভিতরে নানা আলোচনা রয়েছে। জি.এম কাদের বেশ কিছুদিন ধরে লীগ সরকারের সমালোচনা করে বক্তব্য দিয়ে আসছেন। কাদেরের ভারত সফরের আগের দিন ১৯ আগস্ট রওশন এরশাদ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পর রওশন এরশাদ বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার কথাও ঘোষণা করেন। এর তিনদিনের মাথায় রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার কথা জানান।

Stay Connected

Advt.

%d bloggers like this: