বেহালায় ফ্রি মেডিকেল ক্যাম্প, আয়োজনে জামাআত ও এসবিএফ

মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দের দক্ষিণ ২৪ পরগনা জেলার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের পক্ষ থেকে দক্ষিণ বেহালা কারকুন হালকার ব্যবস্থাপনায় এবং জামাআতের শাখা সংগঠন ‘সোসাইটি ফর ব্রাইট ফিউচার’ ও সমাজসেবা বিভাগের সহযোগিতায় ৩১ অক্টোবর দক্ষিণ বেহালা কবিরাজপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে “ফ্রি মেডিকেল ক্যাম্প” এর আয়োজন করা হয়। এই ক্যাম্প থেকে দেড় শতাধিক ব্যক্তিকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। যার মধ্যে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। যেমন ব্লাড প্রেসার, সুগার, কিডনি সংক্রান্ত বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা ও বিনা পয়সায় ওষুধ প্রদান করা হয়।

স্টার সিটি নার্সিংহোমের কর্ণধার ডাক্তার রফিকুল ইসলাম ও তার মেডিকেল টিম এই ক্যাম্পের চিকিৎসা পরিষেবায় বিশেষভাবে সহযোগিতা করেন। এছাড়াও কবিরাজপাড়া মসজিদ কমিটি ও এলাকার জনসাধারণ এই মহতী আয়োজনকে সফল করার জন্য আন্তরিক সহযোগিতা প্রদান করেছেন। বিশেষ অতিথিদের মধ্যে স্থানীয় মসজিদের সম্মানীয় ইমাম ও মুয়াজ্জিন সাহেব, সেক্রেটারি-সহ মসজিদ কমিটির একাধিক দায়িত্বশীল ও সদস্যগণ, এলাকার সম্মানীয় ব্যক্তিবৃন্দ এবং জামাআতে ইসলামী হিন্দের দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি সানোয়ার আলি পৈলান প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Stay Connected

Advt.

%d bloggers like this: