মীযান ডেস্ক: গার্লস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার (জিআইও) রাজ্য মেম্বারস মিট ও জেডএসি নির্বাচন সম্পন্ন হল। ২৬-২৭ অক্টোবর মুর্শিদাবাদ জেলার পঞ্চগ্রাম আইএএস হাইস্কুলে অনুষ্ঠিত মেম্বারস মিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে হালকা ডা. মসিহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে সেক্রেটারি হালকা মশিউর রহমান, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মাওলানা তাহেরুল হক, মনজুরা খাতুন, মুর্শিদাবাদ জেলা নাযিম শামসুল আলম, সহকারী জেলা নাযিম ওয়াসিফ আলী, আব্দুল্লাহিল কাফি প্রমুখ।
জিআইও-র রাজ্য সভাপতি শরীফা ইয়াসমিন, রাজ্য সম্পাদক সুমাইয়া সেফা ইয়াসমিন-সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলাগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। ইসলামের বিভিন্ন দিক, আন্দোলন, সংগঠন, শিক্ষা, ক্যারিয়ার ইত্যাদি বিষয়ে আলোচনা হয় এই সম্মেলনে। বিগত কার্যকালের সাংগঠনিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা হয়। সেই সঙ্গে ২০২৫-২৬ কার্যকালের জন্য রাজ্য পরামর্শ পরিষদে সদস্য (জেডএসি) নির্বাচন হয়। নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধান করেন আমীরে হালকা ডা. মসিহুর রহমান। অনলাইনে নির্বাচন হয়। এই প্রক্রিয়া পরিচালনা করেন সহকারী জেলা নাযিম আব্দুল্লাহিল কাফি। মেম্বারদের ভোটে ২০২৫-২৬ কার্যকালের নির্বাচিত পরামর্শ পরিষদের সদস্যগণ হলেন:
১) মোবাসসীরা মারুফা, বিথারী, উ: ২৪ পরগনা
২) সুমাইয়া সেফা ইয়াসমীন, সুতি, উ: মুর্শিদাবাদ
৩) মুজাহিদুন সেখ, সাঁকরাইল, হাওড়া
৪) মাগফুরা খাতুন, ফারাক্কা, উ: মুর্শিদাবাদ
৫) পারমিনা খাতুন, ভাঙড়, দ: ২৪ পরগনা
৬) সুমাইয়া সুলতানা, শ্যামপুর, হাওড়া
৭) নাসরীন খাতুন, কুমিরমড়া, হুগলী
৮) নায়েমা হুসাইনা, ঢোলাহাট, দ: ২৪ পরগনা
৯) উম্মে সুমাইয়া, রাজারহাট, উ: ২৪ পরগনা
১০) মেহরুন সুলতানা, সুতি, উ: মুর্শিদাবাদ
১১) নাজমা নাসরীন, সাঁকরাইল, হাওড়া