‘ঈশ্বর আমাকে বেছে নিয়েছেন, আমি ঈশ্বরের বরপুত্র’, নয়া পার্লামেন্টে দাঁড়িয়ে সদর্প ঘোষণা মোদির

মীযান ডেস্ক:  আম জনতার ভোটে জিতলেও তাঁকে নাকি বেছে নিয়েছেন স্বয়ং ঈশ্বর। তিনি নাকি 'ঈশ্বরের বরপুত্র'। মহ্গলবার নতুন পার্লামেন্টের বিশেষ অধিবেশনে এমনই গালভরা দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি সদর্পে ও সগর্বে বলেন, তাঁকে বাছাই করে নিয়েছেন স্বয়ং ঈশ্বর। আরও জানালেন, দেশের কল্যাণে যত পবিত্র কাজ আছে, সেই সব কার্যকর করতেই ঈশ্বর তাঁকে বাছাই করেছেন।

এদিন একইসঙ্গে সমাপ্তি হল ভারতের ঐতিহ্যবাহী গণতন্ত্রের পীঠস্থান বলে পরিচিত ৯৬ বছরের ঐতিহাসিক পার্লামেন্ট ভবনের। এই ভবনের নাম দেওয়া হয়েছে 'পার্লামেন্ট হাউজ অব ইন্ডিয়া' এবং 'সংবিধান সদন'। প্রশ্ন উঠেছে কেন আচমকা বিশেষ অধিবেশন ডাকা হল? বিরোধী 'ইন্ডিয়া' জোটের দাবি, শুধুমাত্র গণেশ চতুর্থি এবং বিশ্বকর্মা পুজোকে সামনে রেখে নতুন পার্লামেন্ট ভবনের দ্বারোদঘাটন করাই ছিল মোদির মন কী বাত। তাছাড়া এমন কিছু জরুরি কারণ ছিল না আচমকা বিশেষ অধিবেশন ডাকার নেপথ্যে। 

তাদের মতে, এ ছিল কেবল মোদির মেগা শো। সেই শোয়েরই পরের অঙ্ক? মহিলা সংক্ষণ বিল। সেই প্রেক্ষিতেই লোকসভায় তাঁর অমৃত ভাষণ, ‘এর আগেও বহু সরকার মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর চেষ্টা করেছে। তাদের কাছে এই আইন পাশ করানোর গরিষ্ঠতা ছিল না। এ জন্য হয়ত ঈশ্বর আমাকেই বাছাই করেছেন। শুধু এই একটা নয়, এমন অনেক পবিত্র কাজ করার জন্য।’ এরপর তিনি নিজেকে 'ঈশ্বরের বরপুত্র' বলেও দাবি করেন। একথা শুনে ট্রেজারি বেঞ্চ যখন হাততালিতে ফেটে পড়ছে, তখন বিরোধী বেঞ্চের সাংসদরা মুখ টিপে হাসছেন। তাদের মতে, এ কেবল মোদির দম্ভ, অহমিকা আর আত্মপ্রচার ছাড়া কিছু নয়।

এদিন লোকসভার পর রাজ্যসভায় যখন তিনি প্রবেশ করছেন, বিরাট ঝাড়লণ্ঠনের নীচে বসা সরকারপক্ষ থেকে স্লোগান উঠল, ‘ভারত মাতা কী জয়। জয় শ্রীরাম!’ উচ্চকক্ষের উদ্বোধনী ভাষণেও মোদি টেনে আনলেন তাঁর সরকারের ‘সাফল্য’ প্রসঙ্গ। বললেন, ‘অমৃতকাল চলছে। এই সময় নতুন সংসদ ভবন শুরু হওয়াটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’ রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বললেন, ‘সকাল থেকে সারাদিন প্রধানমন্ত্রী কত দীর্ঘ সব ভাষণ দিলেন। অনেক কথা বললেন। কিন্তু মণিপুর নিয়ে একটিও কথা নেই কেন?’

Stay Connected

Advt.

%d bloggers like this: