মগরাহাটের ঘোলায় জামাআতের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা ও রক্তদান শিবির

মীযান ডেস্ক: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট এক নম্বর ব্লকের ঘোলা মোকামের পরিচালনায় “স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য সচেতনতা শিবির” হয়ে গেল ২৪ ডিসেম্বর। রবিবার জামাআতে ইসলামী হিন্দের জেলা সংগঠনের উদ্যোগে এই শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচিরও আয়োজন করা হয়।

উক্ত মহতী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, জামাআতের প্রাক্তন রাজ্য সভাপতি মুহাম্মদ নূরুদ্দিন শাহ, দক্ষিণ চব্বিশ পরগনা জামাআতের জেলা সভাপতি সানোয়ার আলি পৈলান, ব্লক সভাপতি ফরিদুল হক সর্দার, ব্লকের মহিলা শাখার সভানেত্রী শিফা লায়লা, ডাঃ ইসমাইল মোল্লা, ডাঃ তারিক জামান সহ একাধিক শিক্ষাবিদ, সমাজসেবী, গুণীজন উপস্থিত ছিলেন।

ব্লকের বিভিন্ন হালকা ও মোকাম থেকে আগত জামাআত কর্মী ও সমর্থকবৃন্দ এই বহুমুখী সমাজসেবামূলক শিবিরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রোগ্রাম শেষে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল নজরকাড়া।

Stay Connected

Advt.

%d bloggers like this: