মীযান ডেস্ক: ফ্র্যাটারনিটি মুভমেন্ট পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির, বিনামূল্যে ঔষধ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগণা জেলার উস্তি ঘোলা প্রাইমারি স্কুলে। রবিবার ২৩ জুন শতাধিক রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেছেন। রক্তদাতাদের মধ্যে ৪৫ শতাংশের বেশি মহিলা ছিলেন। এই বহুমুখী কর্মসূচিতে ফ্র্যাটারনিটি মুভমেন্ট রাজ্য শাখার প্রথম সারির নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই মহতী প্রোগ্রামে সামাজিক দায়িত্বশীল ডাক্তার বাবু, শিক্ষক/শিক্ষিকা, সাংবাদিক সহ সমাজের সব স্তরের মানুষ উপস্থিত ছিলেন। ছিলেন ফ্র্যাটারনিটি মুভমেন্টের রাজ্য সভাপতি মোহা. আরমান আলী, রাজ্য সাধারণ সম্পাদক মির্জা রুহুল কুদ্দুস বেগ, রাজ্য সম্পাদক মনোয়ার হোসেন, ফিটু-র রাজ্য সভাপতি নাইমুদ্দিন শেখ, বিশিষ্ট সমাজসেবী ডাক্তার তারিক জামান, প্যারামাউন্ট ইংলিশ স্কুলের প্রিন্সিপ্যাল সাজিয়া আদনান, মগরাহাট আইটিআই কলেজের প্রশিক্ষক ইদুজ্জামান মোল্লা, শিক্ষক আব্দুল আলিম গাজী, রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত আবুল হাশেম লস্কর, ডব্লিউবিআই-এর জেলা সাধারণ সম্পাদক কুরবান আলী প্রমুখ গুণীজন। রাজ্য সভাপতি আরমান আলী বলেন, শীত কালেই সাধারণত সংগঠনের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। তবে বর্তমানে রক্তের সংকট নিরসনে এবার গ্রীষ্মেই আমাদের এই সময়োপযোগী প্রয়াস। তাঁর কথায়, অক্সিজেন সংরক্ষণ করার ক্ষেত্রে গাছের দরকার। কিন্তু রক্ত সংরক্ষণ করতে মানুষের দরকার। রাজ্য সাধারণ সম্পাদক মির্জা রুহুল কুদ্দুস বেগ বলেন, রং নয় দল নয়, মানুষের সেবা করা, ছাত্র-ছাত্রীদের পরিসেবা দেওয়া, সমাজে মূল্যবোধ প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য। বিশেষ করে মাতৃত্বকালীন সময়ে রক্তের ক্রাইসিস, অ্যাক্সিডেন্টাল কেস বেশি হচ্ছে। মানুষের জীবন বাঁচাতে মানুষকেই এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষকে এ ধরনের সেবামূলক কাজে উদ্বুদ্ধ করতেই আমাদের এই উদ্যোগ। ফিটু-র রাজ্য সভাপতি মাঈনুদ্দিন শেখ বলেন, ভোটের রাজনীতি শেষে যে যার মতো করে নিজেকে গুটিয়ে ফেলেছে। এমন সময় ফ্র্যাটারনিটি মুভমেন্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সমাজ শুধু ভোট পর্বেই শেষ হয়ে যায় না। সারা বছর মানুষের সেবায় নিরন্তর কাজ করার জন্য ফ্র্যাটারনিটির উদ্যোগকে সাধুবাদ জানান। মানোয়ার হোসেন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বৃক্ষরোপণ এর উপকারিতা এবং পরিবেশ রক্ষায় গাছপালার ভূমিকা বিষয়ে আলোকপাত করেন। তিনি এও বলেন, মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে এই প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। আমন্ত্রিত সমস্ত অতিথিগণ ফ্র্যাটারনিটির এই মানবতাবাদী উদ্যোগকে সাধুবাদ জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রাজ্য সম্পাদক মনোয়ার হোসেন। রাজ্য সভাপতি ও সাধারণ সম্পাদক আগত সকল অতিথি, চিকিৎসক, ব্লাড ব্যাংক কর্মী, রক্তদাতা এবং প্রোগ্রামে সাহায্যকারী সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।