হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফলাফল প্রকাশ, শীর্ষে কোচবিহার জেলা

মীযান ডেস্ক: শুক্রবার ৩ মে রাজ্যের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। এদিন দুপুরে মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবু তাহের কামরুদ্দিন সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন। তিন বিভাগ মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ৬২ হাজার ৮৬৩। এর মধ্যে হাই মাদ্রাসায় পরীক্ষা দিয়েছিল ৪৫,৫০৬জন। পাশ করেছে ৮৯.৯৭ শতাংশ। আলিমে পরীক্ষা দিয়েছিল ১১,২৮৫ জন। পাশ করেছে ৯২.১৭ শতাংশ। ফাজিলে পরীক্ষা দিয়েছিল ৬,০৭২ জন। পাশের হার ৯২.৮৯ শতাংশ। সব বিভাগ মিলিয়ে জেলাভিত্তিক পাশের হারে কোচবিহার সবথেকে এগিয়ে রয়েছে। দ্বিতীয় দক্ষিণ দিনাজপুর, তৃতীয় উত্তর চব্বিশ পরগণা জেলা। রাজ্য মেধা তালিকায় সবমিলিয়ে প্রথম দশে ৪২ জন স্থান পেয়েছে। হাইমাদ্রাসা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে মালদার রামনগর হাইমাদ্রার ছাত্র সাহিদুর রহমান (৭৭৮)। আলিমে প্রথম হয়েছে বারাসতের নুরুন্নবী হাইমাদ্রাসার ছাত্র ইরফান হোসেন (৮৬০)। ফাজিল পরীক্ষার শীর্ষস্থান লাভ করেছে বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার পড়ুয়া সাইদুল সাপুই (৫৫৯)।

আলিম বিভাগ

মীযান ডেস্ক: এবার আলিমে পাশের হার ৯২.১৭ শতাংশ, গতবছর ৯০.৬৯ শতাংশ। এ বছর আলিমে পরীক্ষা দিয়েছিল ৫৮৩১ ছাত্র এবং ৫৪৫৪জন ছাত্রী। আলিমে রাজ্যে মেধা তালিকায় প্রথম হয়েছে বারাসতের নুরুন্নবী হাইমাদ্রাসার ছাত্র ইরফান হোসেন, প্রাপ্ত নম্বর ৮৬০। দ্বিতীয় দক্ষিণ চব্বিশ পরগণার খেরিয়া সিদ্ধিকীয়া সিনিয়র মাদ্রাসার রায়হান পিয়াদা, প্রাপ্ত নম্বর ৮৪৩। তৃতীয় নাসরুল উলুম সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার ইমরান মণ্ডল, প্রাপ্ত নম্বর ৮৩৬। চতুর্থ মুহাম্মদ আব্দুল হাই, প্রাপ্ত নম্বর ৮৩১। পঞ্চম শেহনাজ পারভীন, প্রাপ্ত নম্বর ৮২৮। ষষ্ঠ মেহেদি হাসান মোল্লা, প্রাপ্ত নম্বর ৮২৫। সপ্তম মির্যা মুহাম্মদ আলাউদ্দিন, প্রাপ্ত নম্বর ৮২৩। অষ্টম সেখ সাহিম আলি, প্রাপ্ত নম্বর ৮২২। নবম বখতিয়ার স্বরাজ, প্রাপ্ত নম্বর ৮১৮ এবং দশম স্থানে রয়েছেন মামুন আফরোজ, তার প্রাপ্ত নম্বর ৮১২

হাইমাদ্রাসা বিভাগ

মীযান ডেস্ক: এবার হাইমাদ্রাসায় রাজ্যে মোট ৪৫,৫০৬ জন পরীক্ষায় বসেছিলেন। তার মধ্যে ছাত্র ১৫, ৩১৬ জন এবং ছাত্রী ৩০,১৯০ জন। সফল হয়েছে বা পাশের হার ৮৯.৯৭ শতাংশ। হাইমাদ্রাসা পরীক্ষায় এবার প্রথম হয়েছে শাহিদুর রহমান (৭৭৮), রামনগর হাইমাদ্রাসা, মালদা। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন মুর্শিদাবাদ ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার তামান্না সুলতানা ও  মুর্শিদাবাদ আমিরাবাদ হাইমাদ্রাসার রামিজ পারভেজ। তাদের প্রাপ্ত নম্বর ৭৭৫। তৃতীয় মোহাম্মদ ইব্রাহিম (৭৭৩) মালদা মহারাজানগর হাইমাদ্রাসা। চতুর্থ মুসাইব আম্মার (৭৭২), মালদা মডেল মাদ্রাসা। যুগ্মভাবে পঞ্চম হয়েছে তিনজন, তাদের প্রাপ্ত নম্বর ৭৭১। এরা হল মুর্শিদাবাদ ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার হুমাইরা খাতুন, মালদা রামনগর হাইমাদ্রাসার আসামুল হক এবং মালদা বটতলা আদর্শ হাইমাদ্রাসার খালিদা খাতুন। ষষ্ঠ হয়েছেন তিনজন। মুর্শিদাবাদ গঙ্গাপ্রসাদ হাইমাদ্রাসার আসেমা খাতুন, মালদা রামনগর হাইমাদ্রাসার মারুফ আলম ও মালদা রামনগর হাইমাদ্রাসার আসিফা ইয়াসমিন। এদের প্রাপ্ত নম্বর ৭৭০। সপ্তম হয়েছেন তিনজন। মালদা ইসলামপুর সাগর হাইমাদ্রাসার নাসিমা খাতুন, মালদা বটতলা আদর্শ হাইমাদ্রাসার নাহিদা ইয়াসমিন ও মালদা বটতলা আদর্শ হাইমাদ্রাসার জাহানারা খাতুন। তাদের প্রাপ্ত নম্বর ৭৬৮। অষ্টম হয়েছে মালদা রামনগর হাইমাদ্রাসার রেসমিনা খাতুন (৭৬৫)। নবম মণিরুল ইসলাম (৭৬৪) মুর্শিদাবাদ বি.এস.এম.এম হাইমাদ্রাসা। দশম স্থান অধিকার করেছে মালদা মহারাজানগর হাইমাদ্রাসার সালমা খাতুন (৭৬২)।

ফাজিল বিভাগ

মীযান ডেস্ক: মাদ্রাসার পরীক্ষায় এবার ফাজিলে ৫৫৯ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার সইদুল সাঁপুই। ৫৫৭ পেয়ে দ্বিতীয় হয়েছে বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার মোস্তাফিজুর রহমান। যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে আমিনপুর কেএনসি সিনিয়র মাদ্রাসার মাহবুব মণ্ডল ও ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসার সেখ সাইদ আকতার। তাদের প্রাপ্ত নম্বর ৫৫৫। চতুর্থ স্থান অধিকার করেছে সাহারুল ইসলাম (৫৫৩)। পঞ্চম হয়েছে শামিম গোলদার (৫৫১)। ষষ্ঠ স্থান অধিকার করেছে তিনজন। মুহাম্মদ মুজাহিদুল হুদা মণ্ডল, রুকাইয়া সুলতানা ও নাসরিন খাতুন। তাদের প্রাপ্ত নম্বর ৫৫০। ৫৪৭ নম্বর পেয়ে সপ্তম হয়েছে মাসুম বিল্লাহ বিশ্বাস। যুগ্মভাবে অষ্টম স্থান অধিকারী দ্বীন ইসলাম খান ও সারমিন জাহান (৫৪৫)। যুগ্মভাবে নবম স্থান অধিকারী রাবেয়া খাতুন ও মুহাম্মদ আবু রাইয়ান (৫৪৪)। দশম স্থানে রয়েছে সাহিনা সুলতানা (৫৪৩)।

Stay Connected

Advt.

%d bloggers like this: