ইজরায়েলী সেনাবাহিনী কতটা শক্তিশালী, কোন কোন ধরণের সমরাস্ত্র মজুদ রয়েছে দেশটির?

মীযান ডেস্ক: বিশ্বব্যাপী যুদ্ধ ও সমরাস্ত্র নিয়ে গবেষণাকারী সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মোতাবেক, ইসরাইল ২০২২ সালে সামরিক খাতে ২৩৪০ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে। ২০১৮ সাল থেকে এই খরচ করা হয়। এই নিরেখ দেশটির মাথাপিছু ব্যয় ২৫৩৫ ডলার, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মাথাপিছু সামরিক ব্যয়। উল্লেখ্য, বিশ্বে মাথাপিছু সামরিক ব্যয়ের শীর্ষে রয়েছে কাতার। ২০২২ সালে ইসরাইল তার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪.৫ শতাংশ সামরিক বাহিনীকে উৎসর্গ করেছে, যা বিশ্বের ১০তম সর্বোচ্চ শতাংশ।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) মিলিটারি ব্যালেন্স ২০২৩ রিপোর্ট অনুসারে, ইসরাইলের সেনাবাহিনী, নৌবাহিনী এবং আধাসামরিক বাহিনীতে ১ লাখ ৬৯ হাজার ৫০০ সক্রিয় সামরিক কর্মী বা জওয়ান রয়েছে। রিজার্ভ ফোর্স রয়েছে ৪ লাখ ৬৫ হাজার। আধাসামরিক বাহিনীর সংখ্যা ৮ হাজার। ইজরায়েলী সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, গাজায় স্থল অভিযান চালানোর জন্য বর্তমানে সেখানে ৩ লাখ সেনা মোতায়েন করা হয়েছে।

ইজরায়েলের ট্যাঙ্ক রয়েছে ২ হাজার ২০০টিরও বেশি। কামান রয়েছে ৫৩০টি। ৩০৯টি ফাইটার গ্রাউন্ড অ্যাটাক জেট-সহ মোট ৩৩০টি যুদ্ধে সক্ষম বিমান রয়েছে। এছাড়া ৪৩টি অ্যাপাচি-সহ মোট ১৪২টি হেলিকপ্টার রয়েছে। ইসরাইলের নৌ-শক্তিতে রয়েছে ৫টি সাবমেরিন এবং ৪৩টি পেট্রোল ও কোস্টাল যুদ্ধযান।

মার্কিন সহায়তায় ইজরায়েলের রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এটি একটি মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম, যা রাডার প্রযুক্তি ব্যবহার করে স্বল্প-পরিসরের রকেট প্রতিহত করতে সক্ষম। ২০১১ সালে আরো বেশি আধুনিক করা হয় এটিকে। ২০২২ সালে ১৫০ কোটি ডলার খরচে আমেরিকা বন্ধুদেশ ইসরাইলকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সিস্টেম সরবরাহ করে।

আইআইএসএস এর রিপোর্ট অনুসারে, ইসরাইলের পারমাণবিক ক্ষমতাও রয়েছে বলে মনে করা হয়। দেশটির কাছে জেরিকো ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম বিমান রয়েছে বলেও ধারণা করা হয়। তবে তারা কোনও আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই না করায় তাদের পরমাণু শক্তি বিষয়ে সব তথ্য গোপন থাকে। এ ব্যাপারে দেশটি তাদের পরমাণু সংস্থায় রাষ্ট্রসংঘের অধীনস্ত কোন সংস্থাকে পরিদর্শন ও পর্যবেক্ষণে অনুমতি দেয় না। তাই পুরো বিষয়টি অতি গোপনে চলে।

Stay Connected

Advt.

%d bloggers like this: