ভাল সাড়া ফেলেছে হাওড়া জেলা জামাআতের ‘সম্প্রীতি স্টল’ ও মেডিক্যাল ক্যাম্প

মীযান ডেস্ক: সম্প্রতি বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ ও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে জামাআতে ইসলামী হিন্দ রাজ্যজুড়ে প্রশংসা পেয়েছে। এবার বন্যা এবং পুজো দুয়ের মেলবন্ধন ঘটিয়ে নজর কাড়ল এই ইসলামী সংগঠন। জামাআতে ইসলামী হিন্দের হাওড়া জেলার ব্যবস্থাপনায় বুধবার সপ্তমীর দিন থেকেই জেলার বিভিন্ন এলাকায় ‘সম্প্রীতি স্টল’ দেওয়া হয়েছে। একইসঙ্গে বিভিন্ন বন্যা কবলিত এলাকায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে মেডিক্যাল ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে। এহেন মানবতাবাদী মহৎ আয়োজনে জেলার অমুসলিম ভাইবোনরা আপ্লুত। আমতা ২ নং ব্লকের ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের সেলনাপাড়ার বন্যা কবলিত এলাকায় মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। বুধবার এই ক্যাম্পে উপস্থিত ছিলেন জামাআতের হাওড়া জেলা সমাজসেবা বিভাগের দায়িত্বশীল ডা: হায়দার আলী, কুশডাঙ্গা মোকামের আমীর ডা: মোহাম্মদ মহসীন ও জামাআত কর্মী ডা: কবিরুল মল্লিক। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতা ব্লকের চন্দ্রপুর হালকার দায়িত্বশীল সেখ মনিরুল রহমান-সহ জেলার অন্যান্য কর্মী ভাইয়েরা। এ দিন এই ক্যাম্পে প্রায় ২০০ জন রোগীর চিকিৎসা করা হয়। অনেককে বিনামূল্যে ওষুধপত্রও দেওয়া হয়।

অন্যদিকে জামা’আতে ইসলামী হিন্দের উদ্যোগে হাওড়া জেলার বাঁকড়া, ডোমজুর, বালিটিকুরি, আড়গোড়ী, আন্দুল বাজার ইত্যাদি বিভিন্ন এলাকায় ‘সম্প্রীতি স্টল’ ভাল সাড়া ফেলেছে। মূলত ইসলাম সম্পর্কে অমুসলিমদের ভুল ধারণা দূর করতে এবং আন্তঃধর্ম সমন্বয়ের পরিসর আরো বাড়াতে, পারস্পরিক ভাব ও মত বিনিময়ের লক্ষ্যে প্রতি বছর দুর্গাপুজো চলাকালে ৪ দিন ধরে রাজ্যের সব জেলার বিভিন্ন অঞ্চলে এই সম্প্রীতি স্টল দেওয়া হয়। এখান থেকে পথচলতি, দর্শনার্থী অমুসলিম ভাইবোনদের হাতে ইসলামী বই-পুস্তক, ইসলামের বিভিন্ন দিক ও বিভাগের ওপর তথ্যভিত্তিক হ্যান্ডবিল, ফোল্ডার এবং পানীয় জল, প্রাথমিক চিকিৎসার উপকরণ ও ওষুধ ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেওয়া হয়।

 

Stay Connected

Advt.

%d bloggers like this: