ওয়াকফ বিল বাতিলের দাবিতে মালদায় বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে বিশাল সমাবেশ

মীযান ডেস্ক: ওয়াকফ সংশোধনী বিল-২০২৪ বাতিলের দাবিতে ‘মুসলিম মাইনোরিটি ফোরাম’ এর আহ্বানে আজ শনিবার ২১ ডিসেম্বর মালদা টাউন হলে জেলা সমাবেশ অনুষ্ঠিত হল। এই সমাবেশে প্রচুর লোক সমাগম হয়। বক্তব্য রাখেন জামাআতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সম্পাদক মাওলানা আব্দুর রফিক, জামাআতের রাজ্য সভাপতি ডা. মসিহুর রহমান, জমিয়তে আহলে হাদীসের প্রতিনিধি মাওলানা মোখতার হোসেন রাহিমি, প্রাক্তন ডিএসপি ফরিদ হোসেন, মারকায তাহরীকে আহলে সুন্নাত এর প্রতিনিধি মুফতি আফতাব আলাম মিসবাহী প্রমুখ।

মাওলানা আব্দুর রফিক তাঁর বক্তব্যে বলেন, আজকের এই সমাবেশ মালদা থেকে দিল্লিকে ওয়াকফ সংশোধনী বিল বাতিলের বার্তা দিল। ওয়াকফ এক দ্বীনি ও মাযহাবী মসলা। এই বিল দেশ-বিরোধী, সংবিধান-বিরোধী, গণতন্ত্র-বিরোধী, ধর্মনিরপেক্ষতার বিরোধী। সংবিধানের ২৬ ধারা সংখ্যালঘুদের সবরকম অধিকার দিয়েছে। তারপরেও কেন্দ্র সরকার এই কাজ করতে পারে না। জেলা শাসককে ওয়াকফ সম্পত্তির মূল তত্ত্বাবধায়কের দায়িত্ব এবং দু’জন অমুসলিমকে ওয়াকফ বোর্ডের সদস্য করার কথা বলা হয়েছে এই বিলে। অথচ সংবিধান অনুযায়ী এটা হতে পারে না। কারণ, অমুসলিমরা কখনো ওয়াকফ সংক্রান্ত বিধি, বিধান, আইন, ওয়াকফের ইতিহাস ও শরীয়তি দৃষ্টিকোণ ইত্যাদি জানতে পারে না। এরা কখনো ওয়াকফ বিশেষজ্ঞ হতে পারে না। তাই ওয়াকফ সম্পর্কে পড়াশোনা করে বিস্তারিত জানতে এবং মুসলিম, অমুসলিম নির্বিশেষে পরিচিতজনদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। কারণ বিজেপি, আরএসএস, তাদের আইটি সেল এবং কেন্দ্র সরকার ওয়াকফ বিষয়ে দেশবাসীকে যেভাবে ভুলভাল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে, ন্যারেটিভ তৈরি করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে – তা থেকে মানুষকে সচেতন করার কথা বলেন। পাশাপাশি তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, আমরা তাদের গতিবিধির ওপর নজর রাখছি, বিশেষ করে ওয়াকফ বিষয়ে তাদের অবস্থান লক্ষ্য রাখছি, যাতে তারা এ ব্যাপারে অজুহাত দিতে না পারে। তিনি এও বলেন, মহিলা সংরক্ষণ বিলকে বিরোধীরা যেবাবে আটকে দিয়েছিল, সেভাবেই তারা যেন ওয়াকফ বিলকে আটকাতে সচেষ্ট হয়।

জামাআতে ইসলামী হিন্দের রাজ্য থেকে সভাপতি ডাঃ মসিহুর রহমান বলেন, ওয়াকফ আইনে সংশোধন আনতে হলে মুসলিম সমাজের সঙ্গে আলোচনা সাপেক্ষে মুসলিম সম্প্রদায়কে সহমতে এনে তবেই করতে হবে। সাংবিধানিক কাঠামোকে মান্যতা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আইন সংশোধন করা যেতে পারে। এর বাইরে গিয়ে অন্য কোনও পন্থায় ওয়াকফ সংশোধনী আইন করা যাবে না। আমরা এই অশুভ প্রয়াস বরদাশত করব না। তাহলে আমরা সাংবিধান অধিকার ও রক্ষাকবচ ধরে রাখতে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশজুড়ে আন্দোলনে নামব বলে হুমকি দেন তিনি। এই বিলকে বিতর্কিত, স্পর্শকাতর ও বিপজ্জনক বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, মুসলিমদের উন্নয়নের লক্ষ্যে আরও অনেক আর্থ-সামাজিক কর্মসূচি বা প্রকল্প কেন্দ্র সরকার নিতে পারে। আমরা তাকে সর্বান্তঃকরণে সমর্থন দেব। কিন্তু ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারে সরকার যেন কোনভাবেই হস্তক্ষেপ না করে। তাহলে আমরা চুপ করে বসে থাকব না।

রাজ্য ওয়াকফ সেলের সদস্য ডাঃ নুরুল ইসলাম মাজীদী এদিনের সমাবেশকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, ওয়াকফ সম্পত্তি মুসলিমদের। তারা নিঃশর্তে দেশ ও দশের কল্যাণে আল্লাহর নামে এই বিপুল সম্পত্তি উৎসর্গ করে গিয়েছেন। হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান ইত্যাদি অন্যদের ধর্মীয় সম্পত্তি পরিচালনায় কেন্দ্র সরকার হস্তক্ষেপ করছে না। শুধুমাত্র মুসলিমদের ওয়াকফ সম্পত্তির অধিকার ছিনিয়ে নিতে প্রয়াসী হয়েছে। তিনি এও বলেন, ওয়াকফ সম্পত্তিতে গড়ে ওঠা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র ইত্যাদি থেকে বহু সংখ্যক অমুসলিমও উপকৃত হন। ওয়াকফ বোর্ডে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নিক সরকার, তাতে আপত্তি নেই। কিন্তু দুর্নীতিকে অজুহাত করে ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নেওয়ার নোংরা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। শুধুমাত্র ওয়াকফের ক্ষেত্রে বাই-ইউজার বিধানকে খতম করার কথা বলা হয়েছে এই বিলে। অন্য কোনও ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে এটা করা হয়নি। অন্য সব ধর্মের ক্ষেত্র বাই-ইউজার বিধান বলবৎ রয়েছে। তূণমূল কংগ্রেস সহ দেশের সব বিরোধী দলগুলোকে মোদি সরকারের আনা ওয়াকফ সংশোধনী বিল রুখতে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান জানান তিনি।

জমিয়তে আহলে হাদীসের প্রতিনিধি মাওলানা মোখতার হোসেন রাহিমি বলেন, ওয়াকফ একটা ইবাদত। নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্মের অনুশীলন, প্রচার এবং প্রতিষ্ঠান গড়া ও পরিচালনার অধিকার দিয়েছে সংবিধান। তা কেড়ে নেবার ষড়যন্ত্র চলছে গত এক দশক ধরে। ওয়াকফ বিলও সেই ষড়যন্ত্রের অংশ। তাই এই বিল সংবিধানের লংঘন। এটা কেন্দ্রের নাপাক অভিসন্ধি। নবী (সা.) এর সময় থেকেই ওয়াকফের সিলসিলা জারি আছে। কুরআন হাদীসেও ওয়াকফ বিষয়ক আলোচনা রয়েছে। সর্বশেষ ১৯৯৫ সালের ওয়াকফ আইন ঠিকঠাকই ছিল। বর্তমান কেন্দ্র সরকার সেখানে নাক গলাচ্ছে। মসজিদ, মাদ্রাসা, খানকাহ, ঈদগাহ, কবরস্থান ইত্যাদি মুসলিমদের সবকিছু কুক্ষিগত করতেই এই ষড়যন্ত্রমূলক বিল আনা হয়েছে। সব রাজ্যের ওয়াকফ বোর্ডকে পঙ্গু করে দিয়ে ডিএম-এর হাতে ওয়াকফের সর্বোচ্চ ক্ষমতা তুলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার ছিনিয়ে নেওয়ার এই নীলনকশা আমরা কোনভাবেই মেনে নেব না। এভাবেই কেন্দ্র সরকারের আনা বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে আজকের সমাবেশের বক্তারা গর্জে ওঠেন।

Stay Connected

Popular News

Advt.

%d bloggers like this: