মীযান ডেস্ক: রবিবার ৮ সেপ্টেম্বর AIITA (অল ইন্ডিয়ান আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশন) এর উদ্যোগে মুর্শিদাবাদের লালগোলায় এক অভিনব টিচার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে গেল। লালগোলার শতাধিক শিক্ষক-শিক্ষিকা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যা অত্যন্ত সুন্দরভাবে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল AIITA-র নৈতিক নেতৃত্ব এবং শিক্ষার মানোন্নয়নের উপর বক্তৃতা, যা বিভিন্ন শিক্ষামূলক বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে। আব্দুল হাকিমের ঐশী পথ নির্দেশনার মাধ্যমে প্রোগ্রামটি উদ্বোধন হয়, যেখানে তিনি শিক্ষার গুরুত্বের ওপর আলোকপাত করেন। স্বাগত বক্তব্য রাখেন আব্দুস সামাদ, যিনি শিক্ষকদের উষ্ণ অভ্যর্থনা জানান।
প্রধান বক্তা নুর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জানে আলম “আইটা: শিক্ষা ও সামাজিক পুনর্গঠনের পথে নৈতিক নেতৃত্ব” শীর্ষক বক্তৃতা প্রদান করেন। তাঁর বক্তব্যে শিক্ষার মাধ্যমে সমাজ গঠনের ভূমিকা এবং নৈতিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরা হয়।
শেখ মারুফ হোসেন “সমাজ পুনর্গঠনের লক্ষ্যে শিক্ষকতা ও জাতি গঠন” শীর্ষক আলোচনায় শিক্ষকদের সামাজিক দায়িত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। “ইংরেজি শিক্ষার গুরুত্ব ও চ্যালেঞ্জ” বিষয়ে মতামত তুলে ধরেন নূর আলী, যা শিক্ষকদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।
প্রোগ্রামের শেষ পর্বে AIITA জেলা সভাপতি মফিজুর রহমান, সদস্যপদ গ্রহণ, ব্লক ইউনিট গঠন এবং সমাপ্তি ভাষণ দেন। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়।