মীযান ডেস্ক: প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা:)-এর বাণী, তাঁর শিক্ষা, আদর্শ ও মূল্যবোধ বাস্তবায়িত হলে এবং দেশবাসী সেগুলো অক্ষরে অক্ষরে মেনে চললে সব দিক থেকে কামিয়াব হবে দেশ। বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর পবিত্র মাওলিদ উপলক্ষে আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক বিশাল জনসভায় একথা বলেন মালয়েশিয়ার রাজা ইয়াংদি পারতুয়ান আগং।
তাঁর কথায়, সরকার পরিচালনায় ইসলামী আইন এবং মহানবী হযরত মুহাম্মাদ (সা:)-এর মূল্যবোধ, আদর্শ ও নীতিমালা মেনে চললে মালয়েশিয়া সত্যিকার অর্থে সাফল্যের শিখরে পৌঁছাবে। রাসূল (সা:)-এর সীরাত এবং ঐতিহাসিক মদীনা সনদ মেনে শাসন ব্যবস্থার পাশাপাশি একটি উন্নয়নশীল এবং সফল ও মানবিক গুণাবলী সমৃদ্ধ দেশ হিসেবে বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, একটা বিশেষ দিনে কেবল বিশ্বনবী (সা:)-কে স্মরণ করলে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার তরফে প্রেরিত জীবনবিধান আল কুরআন এবং রাসূলের আনীত শিক্ষাগুলো মেনে চলার আহ্বান জানাচ্ছি সকল মুসলিমের প্রতি। এর মাধ্যমে আমরা একটা সভ্য এবং সফল দেশ গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। যারা ‘কারামাতুল ইনসান’ বা মানবের মর্যাদা ও এর মানবীয় গুণাবলিকে মূর্ত করে – এমন লোকদের এখন খুব প্রয়োজন।
রাসুলুল্লাহ (সা:) সমগ্র বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ। তারাই সত্যিকার উম্মতে মুহাম্মাদী, যারা নিজেদের আচরণ এবং নৈতিকতায় তাঁর পদাঙ্ক অনুসরণ করে চলার চেষ্টা করে। সবক্ষেত্রে যারা ইনসাফের নীতি বাস্তবায়িত করতে সচেষ্ট হয়।
এদিনের মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ডা. আজিজাহ ওয়ান ইসমাইল, উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এবং ধর্ম বিষয়ক মন্ত্রী মোহাম্মদ নাঈম মোক্তার-সহ আরো অনেকে।