মীযান ডেস্ক: মাগরাহাট-১ ব্লকের ঘোলা নোয়াপাড়া হালকার জিআইও এবং মহিলা শাখার যৌথ উদ্যোগে ১৯তম রমযানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ২০ মার্চ এই মহতী প্রোগ্রামে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। ব্লক নাযিম ফরিদুল হক সর্দার, সহকারী ব্লক নাযিম ইসমাইল সর্দার, ব্লক নাযিমা শিফা লায়লা, শিক্ষিকা কাসিদা বেগম-সহ অনেকে উপস্থিত ছিলেন।
ব্লক নাযিম ফরিদুল হক সর্দার রমযানের গুরুত্ব ও তাৎপর্য, যাকাতের সচেতনতা এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে ফিলিস্তিনের গাজাবাসীর দুর্দশা নিয়ে বক্তব্য রাখেন। গাজার মানুষের জন্য সাহায্যের আবেদন জানান এবং তাদের জন্য দোয়া করেন। এছাড়াও রমযানের আদব ও পবিত্রতা রক্ষা করে সকলে একসাথে ইফতার করেন এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধির জন্য দোয়া করেন।