মীযান ডেস্ক: উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁ ব্লকের সাঁকদাহ সার্কেলে জিআইও-র উদ্যোগে এক ইফতার মজলিসের আয়োজন করা হয় বৃহস্পতিবার ২০ মার্চ। এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন সাঁকদাহ সার্কেলের হালকা নাযিম আবুল কাশেম, জিআইও-র জেলা প্রেসিডেন্ট রুমালী রিফা, ব্লক প্রেসিডেন্ট রুইয়া রিফা, ব্লক সেক্রেটারি নাইমা খাতুন ও অনান্য বোনেরা। এই প্রোগ্রামে মোট ১৫ জন উপস্থিত ছিলেন। দারসে কুরআন দিয়ে শুরু করা হয় প্রোগ্রাম। আলোচনায় থাকে পবিত্র রমযান মাসের গুরুত্ব ও তাৎপর্য। এছাড়াও লাইলাতুল ক্কদরের ফজীলত সম্বন্ধে ধারণা দেওয়া হয়। পরিশেষে দোয়ার মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়।