ইমরানের জন্য রাজনীতি নিষিদ্ধ ৫ বছর, আজ পার্লামেন্ট ভেঙে দিতে পারেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

মীযান ডেস্ক:  এ যেন কাটা ঘায়ে নুনের ছিটে বা মরার ওপর খাঁড়ার ঘা। শনিবার সরকারি তোশাখানা মামলায় সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছর কারাদণ্ডের সাজা দিয়েছে ইসলামাবাদের বিশেষ আদালত। ঠিক তার তিনদিন পর এবার সে দেশের নির্বাচন কমিশন ঘোষণা করল, আগামী ৫ বছর রাজনীতিতে ইমরানের প্রবেশ নিষিদ্ধ। অর্থাৎ পাকিস্তানে তুমুল জনপ্রিয় কাপ্তানকে রাজনীতির ময়দান থেকে ধীরে ধীরে নির্বাসনে পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে।

আদালতের পর এব নির্বাচন কমিশন। সবাই মিলে একযোগে যেন ইমরানের রাজনৈতিক ভবিষ্যত নষ্ট করতে অক্টোপাসের মতো কাজ করছে বলে অভিযোগ ইমরানের দলের। কমিশন জানিয়ে দিয়েছে, আগামী পাঁচ বছর ভোটে লড়া-সহ কোনওরকম রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই-এর চেয়ারম্যান ইমরান। এমনকি, নিজের হাতে তৈরি পিটিআই দলের সভাপতি পদে  তাঁর বহাল থাকা নিয়েও অনিশ্চয়তা সৃষ্টির সম্ভবনা রয়েছে।

শনিবার আদালত সাজা ঘোষণার পরেই পাক-পঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের জামান পার্ক এলাকার বাড়ি থেকে ইমরানকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তাঁর ঠিকানা পাক পঞ্জাবের অটক শহরের কুখ্যাত কারাগার। তিন বছর জেলের পাশাপাশি, ইমরানের এক লক্ষ রুপি জরিমানাও করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরেই পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা। খুব সম্ভবত আজ-কাল করেই প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে নতুন নির্বাচনের ঘোষণা করতে পারেন শাহবাজ শরীফ।

এদিকে বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা যাচ্ছিল, শরীফের আমলে বেহাল আর্থিক পরিস্থিতির কারণে আবার জনপ্রিয়তা বাড়ছে ইমরানের। কিন্তু ভোটের আগে নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞা ‘পিচে’ পাক ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়কের ‘প্রত্যাবর্তন’কে কার্যত অসম্ভব করে তুলল। এটা পাকিস্তানে নতুন কিছু নয়। সে দেশের রাজনীতিতে এটাই দস্তুর।

Stay Connected

Advt.

%d bloggers like this: