মীযান ডেস্ক: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দিশা দেখাতে পশ্চিমবঙ্গ তালিমী বোর্ড, হাওড়া জেলার ব্যবস্থাপনায় সদ্য সমাপ্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে নিমদিঘী হাই মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ক্যারিয়ার গাইডেন্স এবং কাউন্সিলিং প্রোগ্রাম। নিমদীঘি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সেখ সারিন সাহাজ সাহেবের প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়। এতে হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছাত্র-ছাত্রীরা কোন পথে যাবে এবং নিজেদের যোগ্যতা অনুযায়ী কোন পথে পা বাড়ালে মিলবে সফলতা, কোথায় কীভাবে পাওয়া যাবে নিজেকে সফল করে তোলার কাঙ্খিত সুযোগ, তার সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্যই তালিমি বোর্ড এর পক্ষ থেকে এই অভিনব প্রোগ্রামের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন। তিনি তার বক্তব্যে সৎ ভাবনায় মুক্তির দিকনির্দেশনায় ছাত্র-ছাত্রীদের হীনম্মন্যতা কাটিয়ে সফল হওয়ার মন্ত্র শেখান।
আল আমিন মিশনের উলুবেড়িয়া ডিভিশনের প্রধান সেখ সেনারুল ছাত্র-ছাত্রীদের অদম্য ইচ্ছা ও লক্ষ্যে অবিচল থেকে কীভাবে ডাক্তারিতে পড়াশোনার সুযোগ করে নেওয়া যায়, তার পথ বাতলে দেন। বাগনান জনশিক্ষণ সংস্থান এর সহকারী প্রোগ্রাম অফিসার উৎপল মাইতি মহাশয় ও অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশনের মোবিলাইজিং অফিসার মহ. ইসরাইল লস্কর টেকনিক্যাল লাইনে কীভাবে স্বল্পমেয়াদি কোর্স করে জীবনে সফল হওয়ার সুযোগ রয়েছে, সে ব্যাপারে আলোকপাত করেন। নিমদীঘি হাই মাদ্রাসার ভোকেশনাল বিভাগ এর শিক্ষক সমর কুমার পোদ্দার মহাশয় ভোকেশনাল শাখায় কী রকম সুযোগ রয়েছে, বিস্তারিত ব্যাখ্যা করে বলেন। এছাড়াও উপস্থিত ছিলেন তালিমি বোর্ডের হাওড়া জেলা তত্ত্বাবধায়ক ডাক্তার নূর আহমদ মোল্লার বক্তব্য ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আগ্রহী ও উৎসাহিত হতে সাহায্য করবে। তালিমি বোর্ডের রাজ্য চেয়ারম্যান তথা সাঁকরাইল অভয়চরণ হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান ছাত্র-ছাত্রীদের জেনারেল স্ট্রিমে কী কী দিক ও বিভাগ রয়েছে এবং জেনারেল বিভাগে কীভাবে সফল হয়ে দেশ ও জাতির কল্যাণ করা যায়, সে ব্যাপারে মূল্যবান মতামত পেশ করেন। প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তালিমি বোর্ড হাওড়া জেলার ইনচার্জ তথা নিমদীঘি হাই মাদ্রাসার শিক্ষক শেখ জামিনুল ইসলাম। এই ক্যারিয়ার গাইডেন্স এবং কাউন্সেলিং প্রোগ্রাম ছাত্র-ছাত্রীদের সঠিক বিকল্পগুলি শনাক্ত করতে এবং বিভিন্ন পেশা অন্বেষণ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করবে – এই আশা রেখে প্রোগ্রাম সমাপ্ত হয়।