মুর্শিদাবাদের বড়ঞাতে অভিনব ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম, আয়োজনে ‘হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’

মীযান ডেস্ক: মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকে রবিবার ২১ এপ্রিল আয়োজিত হল অভিনব ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম। জামাআতে ইসলামী হিন্দের শিক্ষা ও সমাজসেবা সংক্রান্ত বিভাগ 'হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন' এর 'ভিশন-২০২৬' এর উদ্যোগে এই আয়োজন এলাকায় ব্যাপক সাড়া ফেলে। উক্ত প্রোগ্রামে অন্তত ১০০ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ক্যারিয়ারের সঠিক দিকনির্দেশনা দিতে সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড একাডেমিক গাইডেন্স-এর পক্ষ থেকে বড়ঞা ব্লকের বেলডাঙ্গা হাইস্কুলে আয়োজিত হল এই ক্যারিয়ার গাইডেন্স ও কাউন্সেলিং প্রোগ্রাম। বিভিন্ন পেশা সংক্রান্ত বিশেষজ্ঞরা উক্ত প্রোগ্রামে উপস্থিত ছাত্র-ছাত্রীদের সামনে ক্যারিয়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। প্রোগ্রামের বিভিন্ন বিভাগের উপর আলোকপাত করেন নগর তপশিল বালিকা বিদ্যালয়ের শিক্ষক শেখ মহাব্বাত, অ্যাডভোকেট আসমাউল হক, সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড একাডেমি গাইডেন্স এর কো-অর্ডিনেটর ফারুক আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ ইনজামাম উল লাইস ও সুরাজ শেখ প্রমুখ।

Stay Connected

Advt.

%d bloggers like this: