মুর্শিদাবাদের নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসার উদ্যোগে ‘মিনা মঞ্চ’-এর শিক্ষার্থীদের নিয়ে অভিনব শিক্ষামূলক ট্যুর

মীযান ডেস্ক: মুর্শিদাবাদের নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসার ‘মিনা মঞ্চ’-এর শিক্ষার্থীরা এক অভিনব শিক্ষামূলক ট্যুর করল, যা মাদ্রাসার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়া, যাতে তারা প্রশাসনিক, স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দপ্তর ঘুরে অভিজ্ঞতা লাভ করতে পারে। মাদ্রাসার প্রধান শিক্ষক জানে আলম, সহ-শিক্ষক সালাউদ্দিন আনসারী ও মোহাম্মদ বীর উদ্দিন এই ট্যুরের নেতৃত্ব দেন।

উল্লেখ্য, ‘মিনা মঞ্চ’ এর মাধ্যমে মেয়েদের ক্ষমতায়ন ও অধিকার সংক্রান্ত কার্যক্রমে গুরুত্ব দেওয়া হয়। মঞ্চের শিক্ষার্থী মারুফা খাতুন জানান, “প্রশাসনিক কার্যালয়ে গিয়ে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা পাঠ্যক্রমের বাইরের শিক্ষা দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করেছে।”

শিক্ষার্থীরা প্রথমে ব্লক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে জানতে পারে। এরপর ব্লক ভূমি ও রাজস্ব অফিসার এবং ব্লক উন্নয়ন আধিকারিকের সঙ্গে বৈঠকে শিক্ষার্থীরা ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব এবং গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত নানাবিধ প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারে।

ফরাক্কা থানার ইনস্পেক্টর ইন-চার্জ নীলোৎপল মিশ্র শিক্ষার্থীদেরকে পুলিশ-প্রশাসনের কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ধারণা দেন এবং সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশি উদ্যোগ নিয়ে আলোচনা করেন। এই ট্যুরের অন্যতম আকর্ষণ ছিল ফরাক্কা ব্যারেজ পরিদর্শন, যেখানে শিক্ষার্থীরা পানি ব্যবস্থাপনা এবং পরিবেশের উপর এর প্রভাব সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পায়।

প্রধান শিক্ষক জানে আলম বলেন, “শিক্ষার্থীদের বাস্তব জীবনের সমস্যা সমাধানে সক্ষম করে তুলতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচি শিক্ষার্থীদের শুধু শিক্ষার জগতেই নয়, সমাজের জন্যও যথাযথ অবদান রাখতে প্রেরণা জোগাবে, যা মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আরও প্রাণবন্ত করে তুলবে।

Stay Connected

Advt.

%d bloggers like this: