মীযান ডেস্ক: উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপায় ‘বেঙ্গল মডেল এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর তত্ত্বাবধানে প্রাথমিক পর্যায়ের বেসরকারি স্কুলের বিজ্ঞান ও গণিত শিক্ষকদের নিয়ে একদিনের কর্মশালা হয়ে গেল শনিবার ২ নভেম্বর। সাতটি বিদ্যালয়ের ৪২ জন শিক্ষক-শিক্ষিকা এতে অংশগ্রহণ করেন। শিশুদের পাঠ যাতে আনন্দময় হয়ে ওঠে, সত্য কথা বলতে শেখে এবং সর্বোপরি জীবনের ভিত্তি যাতে মজবুত হয় – এই ছিল কর্মশালার মুখ্য বিষয়। শিক্ষকরা কীভাবে পাঠ পরিকল্পনা ও ক্লাসরুম পরিচালনা করবেন, তার মডেল তুলে ধরেন বিজ্ঞানের প্রশিক্ষক নাজিম মল্লিক ও গণিতের প্রশিক্ষক নায়ীমুল হক।
গণিতের বিভিন্ন হিসেব যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভগ্নাংশ ইত্যাদি শিশুদের কাছে নীরস মনে হয়। সেগুলি কতটা আকর্ষণীয় করে তোলা যায়, তা বেশ কিছু মডেল তৈরি করে দেখান শিক্ষক নায়ীমুল হক। এই অভিনব কর্মশালা নিয়ে সন্তোষ প্রকাশ করেন আয়োজক সংস্থা ‘বেঙ্গল মডেল এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর সম্পাদক সেখ আহাসান আলি।
প্রধান অতিথি ছিলেন সহযোগী সংস্থা ‘অনুসন্ধান সোসাইটি’র প্রতিষ্ঠাতা সভাপতি এবং বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ আলী আহসান। হাতে-কলমে পরীক্ষা-নিরীক্ষা ও পারফরমেন্সে সেরা স্কুলের শিরোপা তিনি তুলে দেন অগ্নিবীণা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের হাতে।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন তরুণ চিকিৎসক তৌহিদুর রহমান, বিশিষ্ট শিক্ষাপ্রেমী আবুল কালাম আজাদ প্রমুখ। বেঙ্গল মডেল চাইল্ড ইন্সটিটিউট-এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাফিসা সুলতানা ও কার্যালয় আধিকারিক সুকান্ত সমাদ্দার উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টা প্রাক্তন আইএএস সেখ নূরুল হক সাহেব অংশগ্রহণকারী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।