সামরিক বাজেট ২০০ শতাংশ বাড়াচ্ছে ইরান

মীযান ডেস্ক: ইরান সরকার তার সামরিক বাজেট ২০০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে। সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি মঙ্গলবার এই তথ্য জানান। সম্প্রতি ইরান ও ইসরাইলের মধ্যে হামলা-পাল্টা হামলার পর তেহরান প্রতিরক্ষা খাতে এই বিপুল বাজেট বরাদ্দের ঘোষণা করল, যা নজিরবিহীন। মোহাজেরানি জানিয়েছেন, ইতিমধ্যেই প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবের অংশ সরকার অনুমোদনের জন্য সংসদে পেশ করেছে।

গত ২৭ অক্টোবর হিজবুল্লাহর সর্বোচ্চ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নিতে ১ অক্টোবর ইসরাইলে রাতভর ৪০০ রকেট হামলা চালায় ইরান। এর জবাবে ২৬ অক্টোবর ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এখন উভয় পক্ষই দ্বিতীয়দফা হামলার প্রস্তুতি নিচ্ছে।

Stay Connected

Advt.

%d bloggers like this: