মীযান ডেস্ক: গত মাসের শেষদিকে গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে লোকদেরকে সরে যেতে বলেছিল ইজরায়েল। এবার দক্ষিণাঞ্চলের চারটি এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলল ইজরায়েলি সেনাবাহিনী। এই নয়া নির্দেশিকায় চরম আতঙ্কের মধ্যে রয়েছেন ওইসব এলাকার বাসিন্দারা। সেখানে বুধবার রাতভর তীব্র বোমাবর্ষণও করা হয়েছে। অথচ দক্ষিণ গাজাকেই এত দিন বেসামরিক লোকজনের জন্য ‘নিরাপদ’ বলে অভিহিত করে আসছিল ইজরায়েল।
বৃহস্পতিবার দক্ষিণ গাজার বনি শুহাইলা, খুজা, আবাসান ও কারারা এলাকায় আকাশ থেকে লিফলেট ফেলেছে ইজরায়েল। তাতে মারণ-হুমকি দিয়ে লেখা হয়েছে, ‘নিজেদের নিরাপত্তার জন্য ঘরবাড়ি থেকে দ্রুত সরে যেতে হবে। আপনারা পরিচিত আশ্রয়কেন্দ্রগুলোর দিকে চলে যান।’ এই লিফলেট পাওয়া এলাকা চারটি খান ইউনিস অঞ্চলের পূর্ব প্রান্তে অবস্থিত।
এইসব এলাকায় এক লাখেরও বেশি মানুষের বসবাস। এ ছাড়া ইজরায়েলি হুমকিতে উত্তর গাজা থেকে পালিয়ে আসা কয়েক হাজার ফিলিস্তিনিও সেখানে আশ্রয় নিয়েছেন। রাষ্ট্রসংঘের তথ্য বলছে, প্রায় দেড় মাসের যুদ্ধে গাজার ২৩ লাখ বাসিন্দার মধ্যে দুই-তৃতীয়াংশ ইতিমধ্যেই ভিটেমাটি ছাড়া হয়েছেন। প্রায় ১২ হাজার মানুষ শহিদ হয়েছেন। যার মধ্যে অর্ধেকই নারী ও শিশু। সবথেকে শোচনীয় অবস্থা উত্তর গাজার বাসিন্দাদের। স্থলপথে সামরিক অভিযান শুরুর পর ইজরায়েলি বাহিনীর নৃশংসতা ও বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না সেখানকার হাসপাতালগুলোও।