ইজরায়েল সরকার ‘খুনি ও চোর’, বললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

মীযান ডেস্ক:  গাজা-যুদ্ধের জন্য ইজরায়েলকে ‘কসাই’ বলেছেন কদিন আগেই। ইতিমধ্যে তুরস্কের একদল আইনজীবী আন্তর্জাতিক আদালতে গিয়ে ইজরায়েলের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ সংক্রান্ত তথ্য-প্রমাণ ও নথিপত্র জমা দিয়েছেন। একইসঙ্গে ইজরায়েলের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে নেতানিয়াহু সরকারকে আইসিসি-র কাঠগড়ায় তুলে বিচারের দাবি তুলেছেন প্রেসিডেন্ট এরদোগান। এবার গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর অবিরত বর্বরতা ও পাশবিকতার দায়ে ইজরায়েলি সরকার ও প্রশাসনকে ‘খুনি ও চোর’ আখ্যা দিয়েছেন। সোমবার তুরস্কের ইস্তান্বুলে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) অর্থনীতি-বিষয়ক এক সভায় তিনি ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তুলোধনা করে বলেন, নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে বিচার করা হবে। এজন্য তুরস্ক সাধ্যমতো সর্বাত্মক প্রচেষ্টা জারি রাখবে।

এদিন একইসঙ্গে মুসলিম বিশ্বকে ইজরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইজরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চলের যে কোনও দেশে, যে কোনও অঞ্চলে যে কোনো সময় আক্রমণ চালাতে পারে। ইতিহাস তুলে ধরে এরদোগান বলেন, ১৯৬৯ সালে ৫৭ টা মুসলিম দেশকে নিয়ে ওআইসি প্রতিষ্ঠা হয়েছিল মূলত ফিলিস্তিনকে রক্ষা করার জন্য। অথচ সেই ফিলিস্তিনের আজ কী অবস্থা চলছে। আমরা ওআইসি-র সদস্য দেশগুলো সাড়ে ৫ দশকেও একজোট হতে পারলাম। নিদেনপক্ষে শুধুমাত্র ফিলিস্তিনের জন্যও আমরা এক হতে পারছি না। মুসলিম কওম আমাদেরকে ক্ষমা করবে না। কারণ, আমাদের এক কণ্ঠ ও এক শরীর নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাওয়াই ওআইসি প্রতিষ্ঠার উদ্দেশ্য। 

ইজরায়েলের কাছে পরমাণু অস্ত্র থাকার বিষয়টিও এদিন উল্লেখ করেন প্রেসিডেন্ট এরদোগান। বলেন, গাজায় শহিদ হওয়া ১৫ হাজারেরও বেশি মানুষের মধ্যে প্রতি তিনজনের মধ্যে দুজন শিশু ও নারী। গাজার প্রায় ৭ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। ইজরায়েলি পাশবিকতা ও বর্বরতায় ৭৩ জন সাংবাদিক-সহ রাষ্ট্রসংঘের শতাধিক কর্মী-অফিসার নিহত হয়েছেন। রবিবার ৩ ডিসেম্বর শুধু একদিনেই ৭০০ ফিলিস্তিনির জীবন কেড়ে নিয়েছে ইজরায়েল। এই প্রেক্ষিতে আমাদের অবস্থান কোথায়? আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, রাষ্ট্রপ্রধান করেছেন। দেশ ও সরকারের শীর্ষপদে আসীন হয়ে আমরা কী করছি, কেন করছি – এসবের জন্য আল্লাহর কাছে জওয়াব দিতে হবে। এভাবেই এদিন ওআইসি-র সভায় মুসলিম দেশগুলোর প্রতি ক্ষোভ উগরে দেন এরদোগান।

Stay Connected

Advt.

%d bloggers like this: