সুপ্রিম কোর্টের ডানা ছাঁটতে নেতানিয়াহুর ছক বানচাল করে দিল আদালত

মীযান ডেস্ক: ইসরায়েলে সুপ্রিম কোর্ট বিতর্কিত বিচারিক সংস্কার বাতিল করে দিয়েছে। বিতর্কিত এই সংস্কার পরিকল্পনা রুখতে গত বছর নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইজরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। সংস্কারের নামে ওই পরিকল্পনায় সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর লক্ষ্যে পদক্ষেপ করেছিল ইজরায়েল সরকার। নেতানিয়াহু সরকার ইজরায়েলের বিচার ব্যবস্থাকে সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করতে গত বছরের শুরুতেই একটি পরিকল্পনা করেছিল। নেতানিয়াহুর ওই সংস্কার প্রক্রিয়া কার্যকর হলে ইজরায়েলি পার্লামেন্টের পক্ষে সুপ্রিম কোর্টের রায়গুলোকে বাতিল করা সহজ হত।

সমালোচকরা বলেন, নেতানিয়াহুর ওই পরিকল্পনা সে দেশের বিচার ব্যবস্থাকে দুর্বল করে দিয়ে গণতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। গত বছর জুলাই মাসে ইজরায়েল সরকার এই কালাকানুন পাস করেছিল পার্লামেন্টে। আইনটি ইজরায়েলে ব্যাপক ক্ষোভ ও বিভাজন সৃষ্টি করে। টানা কয়েক মাস ধরে লাগাতার বিক্ষোভ চলার পর আইনটি বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত সামনে এলো। ফলে মুখ থুবড়ে পড়ল নেতানিয়াহুর সাধের সংস্কার বিল।

Stay Connected

Advt.

%d bloggers like this: