ফিলিস্তিনিদের ওপর ‘সন্ত্রাস’ চালাচ্ছে ইসরাইল: ওয়াশিংটন

মীযান ডেস্ক: অবশেষে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলী জুলুমকে সন্ত্রাস বলে আখ্যা দিতে বাধ্য হল আমেরিকা। গত শুক্রবার পশ্চিম তীরের বুরকা এলাকায় ইসরায়েলিদের গুলিতে ১৯ বছরের এক ফিলিস্তিনি নিহত হয়। এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ওয়াশিংটন। দোষীদের বিচারের আওতায় আনার আহ্বানও জানিয়েছে মার্কিন বিদেশমন্ত্রক। সেদিন একদল ইসরায়েলি দখলদার স্থানীয় ফিলিস্তিনিদের ওপর সশস্ত্র হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। গুলিতে কুসাই জামাল মাতান নামে এক কিশোর নিহত এবং আরো কয়েকজন আহত হন।

উল্লেখ্য, এতকাল আমেরিকা তাদের কাজেকর্মে সর্বদাই ইসরাইল-বান্ধব নীতি নিয়ে চলেছে। আগ্রাসন, বর্ণবাদ, রাষ্ট্রীয় সন্ত্রাস, গণহত্যা, গণধর্ষণ ইত্যাদি হাজারো অপরাধ করলেও ওয়াশিংটন কখনও ইসরাইলের বিরুদ্ধে টুঁ শব্দটি করেনি। রাষ্ট্রসংঘে কখনও ইসরাইল-বিরোধী কোনও প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি। অথচ সেই আমেরিকা এখন কী কারণে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সন্ত্রাস নিয়ে মুখ খুলল – তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তাহলে কি ইসরাইলের সঙ্গে বাইডেনের আমেরিকার মধুচন্দ্রিমার ইতি হতে চলেছে? এর মধ্যে লুকিয়ে থাকা কূটনৈতিক রহস্য বোধগম্য হচ্ছে না।

সোমবার মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার বপলেন, এটি একটি সন্ত্রাসী হামলা ছিল এবং এ বিষয়ে আমরা উদ্বিগ্ন। সে জন্যই আমরা কথাগুলো বলেছি। আমরা এও স্পষ্ট করেছি, অপরাধী যেই হোক না কেন, হিংসাত্মক চরমপন্থার সব ক্ষেত্রেই সমান কঠোরতার সঙ্গে জবাবদিহিতা ও ন্যায়বিচার অনুসরণ করা উচিত। উল্লেখ্য, গত শুক্রবারের ওই হামলার পর দুই ইহুদিকে আটক করেছে ইসরায়েল। এটিকে ‘সঠিক পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন ম্যাথিউ। যদিও বিগত সাড়ে সাত দশক ধরে অসহায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইল অকথ্য জুলুম, বর্বরতা ও পাশবিকতা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সেসব ব্যাপারে আমেরিকা কখনোই ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ, নিন্দা জ্ঞাপন কিংবা মৃদু ভর্ৎসনা পর্যন্ত করেনি। তাই এবার ১৮০ ডিগ্রি বিপরীতে ওয়াশিংটনের অবস্থান অনেকেরই বিশ্বাসযোগ্য হচ্ছে না। গটআপ গেম বলে মনে হচ্ছে। কেউ কেউ এর নেপথ্যে অন্য কোনও অভিসন্ধি থাকার অনুমান করছেন।

Stay Connected

Advt.

%d bloggers like this: