মীযান ডেস্ক: পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যে রোজগারের জন্য পরিযায়ী শ্রমিকরা যান। আর্থিকভাবে পিছিয়েপড়া সমাজের এই মানুষেরা খুব কষ্ট করে জীবন নির্বাহ করে থাকেন। সম্প্রতি ওড়িশায় বাংলাদেশি সন্দেহে নিগ্রহের শিকার হয়েছেন পরিযায়ী শ্রমিকেরা। বাংলাদেশে অশান্ত অবস্থার প্রেক্ষিতে ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের প্রতি নিগ্রহের ঘটনায় জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি ডা. মসিহুর রহমান নিন্দা জানিয়ে বলেন, পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকদের নির্যাতনের পিছনে রাজনৈতিক দুরভিসন্ধি রয়েছে। বাংলাদেশের অশান্ত অবস্থার প্রেক্ষিতে সীমান্ত পেরিয়ে নাগরিকরা ঢুকে পড়েছে – এমন গুঞ্জনের মধ্যে এই দেশের নাগরিকদের হয়রানির শিকার হওয়া এবং তাদেরকে মারধর করা অত্যন্ত ঘৃণ্য ও ন্যক্কারজনক অপকর্ম। দেশের সমস্ত রাজ্য সরকার ও তৎসংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানিয়ে জামাআতের রাজ্য সভাপতি বলেন, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। দেশের যে কোন স্থানে যে কোন পেশার কাজে যুক্ত থাকা সংবিধানের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। সুতরাং ওড়িশা সরকার যেন পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করেন এবং যারা শ্রমিকদের প্রতি নিগ্রহের মত অন্যায় কাজে অভিযুক্ত, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান জামাআতের রাজ্য সভাপতি।