রাফা ক্যাম্পে বর্বরোচিত গণহত্যার নিন্দায় জামাআত, কার্যকর পদক্ষেপের লক্ষ্যে একযোগে কেন্দ্র ও রাষ্ট্রসংঘকে আমীরে জামাআতের আহ্বান

মীযান ডেস্ক: রাফা ক্যাম্পে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা করলেন জামাআতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সভাপতি সাইয়েদ সা’দাতুল্লাহ হোসায়েনি। বুধবার এক প্রেস বার্তায় তিনি ইসরাইলের পাশবিক গণহত্যার নিন্দা করে বলেন, মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মিশর সীমান্ত সংলগ্ন রাফা ক্রসিংয়ের অদূরে অস্থায়ী শরণার্থী শিবিরে নারকীয় হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। অথচ প্রাণ বাঁচাতে তাঁবুতে আশ্রয় নেওয়া ওই এলাকাকে নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবুও সেখানেই হামলা চালিয়ে বহু লোককে হত্যা করা হল, এমনকী রোমহর্ষক ঘটনা হল জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হল।

অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত বা নিজভূমে পরবাসী হয়ে যেসব গাজাবাসী অসামরিক নাগরিক রাফা ক্যাম্পে আশ্রয় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে, তাদের ওপর প্রাণঘাতী হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লংঘন করে ইসরায়েল যে যুদ্ধাপরাধ চালাচ্ছে তার সর্বশেষ উদাহরণ এই ঘটনা। আমীরে জামাআত সা’দাতুল্লাহ হোসায়েনি আরও বলেন, প্রথম দিন থেকেই এটা স্পষ্ট যে, ইসরাইল আন্তর্জাতিক আইন বা গণহত্যা কনভেনশনের মতো আন্তর্জাতিক চুক্তিকে সম্মান করে না। ইসরাইলকে একটা অপরাধী বা দুর্বৃত্ত রাষ্ট্র বলে অভিহিত করে তিনি বলেন, উপনিবেশবাদ, বর্ণবৈষম্য এবং নারী ও শিশু-সহ নিরীহ নাগরিকদের গণহারে হত্যায় বিশ্বাস করে এবং সেই মতো অনুশীলন করে মধ্যপ্রাচ্যের অবৈধ দেশ ইসরাইল। একবিংশ শতাব্দীর ট্র্যাজেডি হল ন্যায়বিচার, গণতন্ত্র ও স্বাধীনতায় বিশ্বাসী বলে দাবি করা সত্ত্বেও শক্তিশালী ও প্রভাবশালী দেশগুলি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের একতরফা যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও গণহত্যা বন্ধ করতে পারেনি। এই মর্মে তিনি রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়ে বলেন, আমরা এই লজ্জাজনক গণহত্যা বন্ধ করতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং সর্বোপরি ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিশ্চিত করতে জোরালো দাবি পুনর্ব্যক্ত করছি।

একইসঙ্গে ভারত সরকারকে ‘ফিলিস্তিনি জনগণের বন্ধু’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে তাদের দায়িত্ব যথাযথ পালন করে, সে ব্যাপারে প্রভাবিত করার জন্য সদিচ্ছা হিসেবে ভারত তার ঐতিহাসিক ভূমিকা সুনিশ্চিত করুক। সর্বাত্মক কূটনৈতিক তৎপরতা জারি রাখতে ভারত সরকারের কাছে আবেদন পুনর্ব্যক্ত করেন তিনি। তাঁর কথায়, এটা আমাদের জন্য গর্বের বিষয় যে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিজে) প্রতিনিধি হিসেবে ভারতীয় বিচারপতি দলভীর ভান্ডারী ইসরাইলকে অবিলম্বে রাফায় সামরিক অভিযান বন্ধ করতে রায়ের পক্ষে ভোট দিয়েছেন।

Stay Connected

Advt.

%d bloggers like this: