উত্তর ২৪ পরগনার আল-মানার শিক্ষা শিবিরে জামাআতের জেলা সম্মেলন

মীযান ডেস্ক: সেপ্টেম্বর মাসব্যাপি গোটা দেশে জামা‌আতে ইসলামী হিন্দের মহিলা শাখার পক্ষ থেকে ‘নৈতিকতা‌ই স্বাধীনতার ভিত্তি’ প্রচারাভিযান চলছে। এর লক্ষ্য-উদ্দেশ্য হল নৈতিকতা ও মূল্যবোধের আধারে ইনসাফপূর্ণ আদর্শ সমাজ‌ গঠন করা। এই ক্যাম্পেইনকে সামনে রেখে উত্তর ২৪ পরগনার হাড়োয়া গোহাইলপোতায় অবস্থিত আল মানার আদর্শ শিক্ষা শিবিরে রবিবার ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল জামাআতের জেলা সম্মেলন।

সংগঠনের জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সাহেবের পবিত্র কুরআন থেকে আলোচনার মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হয়। এরপর জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল আজীজ মোল্যা প্রারম্ভিক বক্তব্য রাখেন। রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মাওলানা মোঃ তাহেরুল হক সাহেব তাঁর বক্তব্যে তুলে ধরেন একটা অনৈতিকতা পূর্ণ সমাজকে কীভাবে নবী মুহাম্মাদ (সা.) নৈতিকতায় রূপান্তরিত করেছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাআতের কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আব্দুর রফিক সাহেব। তিনি বলেন, ফেরাউনের মতোই বর্তমানে শাসকরা জনগণকে ভীত-সন্ত্রস্ত করে রেখে শোষণ, নিপীড়ন, নির্যাতন করছে। স্বাধীনতার নামে এক শ্রেণির মানুষ বল্গাহীন জীবনযাপনের পথ বেছে নিচ্ছে। তাই নৈতিকতাপূর্ণ ও মূল্যবোধভিত্তিক সমাজ তথা দেশ ও জাতি গঠনে সৎ চরিত্রবান একদল নাগরিকের প্রয়োজন।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬০০ কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। বিশিষ্টজনদের মধ্যে আরও যারা উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য আইনজীবী রফিকুল ইসলাম, বন্দি মুক্তি কমিটির উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক বিশ্বনাথ মণ্ডল, জেলা দাওয়াত বিভাগের ইনচার্জ গোলাম হোসেন, তরবিয়ত ইনচার্জ মাওলানা ইসমাইল হক, ইসলামী সমাজ বিভাগের মাওলানা আব্দুর র‌উফ, জেলা সংগঠন ইনচার্জ জামিরুজ্জমান, সলিডারিটি ইয়ুথ মুভমেন্টের জেলা সভাপতি শাহরুখ আল হাসান প্রমুখ।

Stay Connected

Advt.

%d bloggers like this: