মীযান ডেস্ক: রবিবার ২৩ জুন উত্তর চব্বিশ পরগনা জেলা জামাআতের আরকান ইজতেমা অনুষ্ঠিত হল গোয়ালপোতাস্থিত আল মানার মিশনের জামে মসজিদে। দারসে কুরআন এর মাধ্যমে প্রোগ্রাম শুরু করেন জেলা নাযিম মাওলানা রফিকুল ইসলাম। ‘সমাজ নির্মাণ ও বিনির্মাণে একজন রুকনে জামাআতের ভূমিকা’ – বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন জামাআতে ইসালমী হিন্দের আমীরে হালকা তথা রাজ্য সভাপতি ডা. মশিউর রহমান।
‘আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক’ এর উপরে বক্তব্য পেশ করেন জামাআতের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মুফতি মাওলানা তাহেরুল হক। সংগঠনের জেলাস্তরের বার্ষিক রিপোর্ট পেশ করেন উত্তর ২৪ পরগনার সহকারী জেলা সভাপতি মাওলানা আব্দুল আজিজ মোল্লা।
‘রিপোর্ট পর্যালোচনা ও জামাআত আপনার কাছে কী চায়’ এর ওপর আলোকপাত করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য (তানযিম) শা’দাব মাসুম। আয় ও ব্যয়ের হিসাব পেশ করেন মোবাশ্বেরুল আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ইসমাইল হক-সহ স্থানীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।