খড়কুশমা বাসস্ট্যান্ড প্রাঙ্গণে জামাআতে ইসলামী হিন্দ জেলা শাখার ব্যবস্থাপনায় একটি মহতি রক্তদান শিবির ও আলোচনা সভা

মীযান ডেস্ক:আজ ২৪ শে ডিসেম্বর ২০২৩ রবিবার খড়কুশমা বাসস্ট্যান্ড প্রাঙ্গণে জামাআতে ইসলামী হিন্দ জেলা শাখার ব্যবস্থাপনায় একটি “মহতি রক্তদান শিবির ও আলোচনা সভা” -র আয়োজন করা হয়।

 

আলোচনা সভার থিম ” মানবাধিকার রক্ষা ও সুশীল সমাজের ভাবনা” । আলোচনা সভা পবিত্র কুরআনের অধ্যায় ফাতিহা পাঠ ও অনুবাদের মাধ্যমে শুরু করা হয়। এটি পরিবেশন করেন জেলা মারকাজ মুক্তাব -এর মাননীয় শিক্ষক জনাব আলমগীর খান সাহেব। প্রারম্ভিক বক্তব্য রাখেন জেলা সভাপতি জনাব মহ: সাইফুদ্দিন মন্ডল সাহেব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জনাব আব্দুর রহীম সাহেব মহাশয়। উনি উনার নাতিদীর্ঘ বক্তব্যে মানবাধিকার হরন – রক্ষা ও সুশীল সমাজের দায়িত্ব পালনে তাঁদের ভূমিকা বিষয়ে জোরদার বক্তব্য রাখেন। জামাআতের এই ধরনের প্রোগ্রামের উদ্যোগের ভূয়সি প্রশংসা করে বক্তব্য রাখেন বিষ্ণুপুর বিবেকানন্দ সোসায়েটি ফর কনসাসনেস -এর সভাপতি মাননীয় স্বামী অঞ্জন মহাপাত্র মহারাজ মহাশয়। অন্যান্য সকল অতিথিবৃন্দ তারা খুবই সুন্দর ভাবে বিষয়ের উপর বক্তব্য পেশ করেন। সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত সাহিত্যিক মঙ্গল প্রসাদ মাইতি মহাশয়, মোংলাপোতা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মহাদেব মন্ডল মহাশয়। গড়বেতা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া শিবানী হেমরম মহাশয়া। উপস্থিত ছিলেন সমাজসেবী, শিক্ষক ও আদিবাসী নেতৃত্ব গৌর চন্দ্র হেমরম মহাশয়। সভার সমাপনী বক্তব্য পেশ করে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন জেলা সভাপতি জনাব মহ সাইফুদ্দিন মন্ডল মহাশয় । এলাকার ৫০ জন গরীব মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। রক্তদান শিবিরে রক্তদান করেন ৪৬ জন পুরুষ – মহিলা।

সভার কার্য সুচারুভাবে পরিচালনা করেন সাবেক জেলা ছাত্র নেতা ভাই আজিম মন্ডল মহাশয়।

Stay Connected

Popular News

Advt.

%d bloggers like this: