মিজোরামে দুর্ঘটনায় নিহত বাংলার শ্রমিক পরিবারের পাশে জামাআতে ইসলামী  হিন্দ

মীযান ডেস্ক: গত বুধবার মিজোরামে কাজের সূত্রে গিয়ে ইন্তেকাল করেছেন অন্তত ৩৭ জন পরিযায়ী শ্রমিক। নিহতের মধ্যে এ রাজ্যের শুধু মালদা জেলা থেকেই ২২ জন ছিলেন। যাদের অধিকাংশই রতুয়া-২ নং ব্লকের পুখুরিয়া এলাকার বাসিন্দা। পশ্চিমবঙ্গ জামাআতে ইসলামী হিন্দ-এর পক্ষ থেকে শনিবার এক প্রতিনিধি দল মৃত শ্রমিকদের বাড়ি যান। নিহত পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান এবং সান্ত্বনা দেন।

জামাআতের প্রতিনিধি দলে ছিলেন রাজ্য সম্পাদক আব্দুর রহিম, মানবাধিকার সংগঠন এপিসিআর-এর রাজ্য কনভেনর আব্দুস সামাদ প্রমুখ। তাঁদের তরফে জানানো হয়, মিজোরামে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু এবং একই পরিবার থেকে ছয়জনের ইন্তেকাল সত্যিই খুব দুর্ভাগ্যজনক, দুঃখজনক ও হতাশার বিষয়। জামাআত ও এপিসিআর শোকসন্তপ্ত পরিবারগুলোকে সরকারি ক্ষতিপূরণ ও যথাযথ সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

জামাআতের রাজ্য সভাপতি ডা. মসিহুর রহমান এই বিয়োগান্তক ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, পরিযায়ী শ্রমিকদের মৃত্যু সত্যিই খুব মর্মান্তিক। পরিযায়ী শ্রমিকদের সংখ্যা দিন দিন বৃদ্ধি আমাদের দেশ তথা রাজ্যে কর্মসংস্থান না থাকার বিষয়টি প্রকাশ করে। তিনি সরকারকে এ বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করার ও সদর্থক পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানান। এদিন জামাআতের পক্ষ থেকে মৃত পরিবারগুলোর সদস্যদের কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং পরবর্তীতে এইসব পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

Stay Connected

Advt.

%d bloggers like this: