রাজ্যজুড়ে বন্যার্তদের উদ্ধার, ত্রাণ, পুনর্বাসন ও চিকিৎসা পরিষেবায় জামাআতে ইসলামী

মীযান ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় মোকাবিলায় উদ্ধার, ত্রাণকার্য, পুনর্বাসন ইত্যাদি সেবামূলক কাজে বরাবর ঝাঁপিয়ে পড়ে জামাআতে ইসলামী হিন্দ। এবারও অসহায় মানুষের সাহায্যার্থে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষের হাতে নানারকম খাদ্য সামগ্রী, মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী তুলে দিয়ে মহানুভবতার নজির রাখল জামাআতে ইসলামীর কর্মীবাহিনী।

সম্প্রতি নিম্নচাপের জেরে অতিরিক্ত বর্ষণ এবং ডিভিসি থেকে জল ছাড়ায় রাজ্যের বেশ কয়েকটি জেলার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। যার জেরে বন্যা পরিস্থিতি তৈরী হয়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিপদসীমার উপরে জল বইতে থাকে। ফলে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়, চাষের জমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, গবাদি পশু ও মানুষের প্রাণহানি হয়। মেদিনীপুর জেলার পাঁশকুড়া, হুগলীর খানাকুল-আরামবাগ, হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা-সহ বিভিন্ন এলাকায় বন্যাত্রাণে জামাআতের টিম খুব ভাল কাজ করেছে। অসহায় ও দুস্থ মানুষদের হাতে প্রয়োজনীয় খাদ্য ও নানারকম ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, পাঁশকুড়ায় কংসাবতী নদীর বাঁধ ভেঙ্গে গড় পুরুষোত্তমপুর, বাহারগ্রাম, রানিহাটী, পাঁশকুড়া শহর প্লাবিত হয়। শহরের একতলা বাড়িগুলোতেও জল ঢুকে যায়। সেই সঙ্গে শহরের রাস্তা এবং স্টেশন চত্বরেও ৩/৪ ফুট জল দাঁড়িয়ে যায়। মার্কেটের অধিকাংশ দোকানঘর এখনও ঠিকমতো খোলেনি। এলাকায় পানীয় জলের কিছুটা সুরাহা হলেও এখনও খাদ্য সংকট যথেষ্ট রয়েছে। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার জামাআতের সহকারী জেলা নাযিম ইকবাল হোসেনের নেতৃত্বে রবিবার ওই এলাকায় প্রায় ৩০০ মানুষকে শুকনো প্যাকেটজাত খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ঘরভাঙাদের ত্রিপল দান করা হয়। পূর্ব মেদিনীপুরের জেলা নাযিম তথা জামাআতের সমাজসেবা বিভাগের দায়িত্বশীল মির্জা শরিফুল হাসান জানিয়েছেন, এলাকায় বন্যার জল নামার সাথে সাথে পেটের অসুখ ও চর্ম রোগের প্রাদুর্ভাব দেখায় দ্রুত একটি মেডিক্যাল ক্যাম্প করা হবে। সেই সঙ্গে বস্ত্র বিতরণও করা হবে। ত্রাণ বিতরণ টিমে ছিলেন শেখ সামসুদ্দিন, মহ: সামসুদ্দিন, মহ: নুরুদ্দিন ও তমলুক অঞ্চলের নাযিম আব্দুর রশিদ খান প্রমুখ।

এদিকে খানাকুল ব্লকের বন্যাদুর্গতের ত্রাণ ও পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন জামাআতে ইসলামীর হুগলী জেলার নাযিম মুহাম্মদ সাইফুল্লাহ। সঙ্গে ছিলেন আবুল লাইস শামিম, মিনহাজ আফরোজ প্রমুখ। হাওড়া জেলার আমতা ২ নং ব্লকের ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত শীতলাতলা এলাকায় মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজ্য সমাজসেবা বিভাগের দায়িত্বশীল আব্দুর রহিম সাহেব, হাওড়া জেলার জামাআত কর্মী ও দায়িত্বশীল ভাইয়েরা। এছাড়াও গত সপ্তাহে হাওড়া জেলার উদয়নারায়ণপুর, আমতার বিভিন্ন এলাকায় জামাআতের তরফে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিলি করা হয়।

জামা’আতে ইসলামী হিন্দের ব্যবস্থাপনায় ৩ অক্টোবর হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের ভবানীপুর বিধিচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত এলাকায় মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের হাওড়া জেলার সমাজসেবা বিভাগের দায়িত্বশীল ডা. হায়দার আলী, বিশিষ্ট চিকিৎসক কুশডাঙ্গা মোকামের আমির ডা. মহ: মহসীন, পাঁচলার সহকারি আঞ্চলিক নাযিম খলিলুর রহমান, আমতা ব্লকের চন্দ্রপুর হালকার দায়িত্বশীল সেখ মনিরুল রহমান-সহ জেলার কর্মী ও দায়িত্বশীল ভাইয়েরা।

মানবসেবার এই মহৎ কাজে যে কোন ব্যক্তি আর্থিক ও আত্মিক সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন। 
Jamaat E Islami Hind, West Bengal
22/1, Lenin Sarani, Kolkata – 700013
Contact: 7999406884
Cheque/Draft পাঠাতে পারেন এই ঠিকানায়:
Jamaat-e-Islami Hind Relief Work 
Current Account No- 1665201001112
Canara Bank, Princep Street Branch
Kolkata-700013, IFSC: CNRB0001720

Stay Connected

Advt.

%d bloggers like this: