মীযান ডেস্ক: ‘ইসলাম কে জানুন’ – এই থিমকে সামনে রেখে দুর্গাপুজো উপলক্ষে বীরভূম জেলার রামপুরহাট শহরে ‘সম্প্রীতি স্টল’ এর আয়োজন করা হয়েছে। বুধবার সপ্তমীর দিন থেকেই টানা চারদিন ধরে এই স্টল দেওয়া হয়। বীরভূম জেলা জামাআতে ইসলামী হিন্দ কর্তৃক আয়োজিত সম্প্রীতির বার্তাবাহী এই স্টলে উপস্থিত আছেন সংগঠনের প্রাক্তন রাজ্য অফিস সম্পাদক মুহাম্মাদ বদরুদ্দোজা, প্রাক্তন জেলা নাযিম মুহাম্মাদ সেলিম রেজা, জেলা নাযিম মুহাম্মাদ আসগার আলী, সহকারী জেলা নাযিম আব্দুর রহিম, জেলা দাওয়াহ বিভাগের সম্পাদক মুহাম্মাদ হাবিবুর রহমান-সহ স্থানীয় জামা’আত নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
উল্লেখ্য, প্রতি বছরই রাজ্যজুড়ে দুর্গাপুজো চলাকালে ৪দিন ধরে সম্প্রীতি স্টল দিয়ে থাকে জামাআতে ইসলামী হিন্দ। বিভিন্ন বিষয়ে এবং চলমান নানা ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলাম ও মুসলিম সম্পর্কে অনেক রকম ভুল ধারণা দেখা যায়। সম্প্রীতি স্টলের মূল লক্ষ্য-উদ্দেশ্য হল ইসলাম ধর্ম ও মুসলিম সম্প্রদায় সম্পর্কে ভুল ধারণা দূর করতে অমুসলিম ভাইবোনদের হাতে নানারকম ইসলামী বইপত্র, হ্যান্ডবিল, ফোল্ডার এবং পবিত্র জীবনবিধান কুরআনের বাংলা অনুবাদ ইত্যাদি বিনামূল্যে উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়াও পথচলতি মানুষ তথা দর্শনার্থীদের হাতে ঠাণ্ডা পানীয় জল এবং প্রাথমিক চিকিৎসার উপকরণ ও কিছু ওষুধপত্র বিতরণ করা হয়। এভাবে পারস্পরিক মত ও ভাব বিনিময়ের মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করে সম্প্রীতির পরিবেশ তৈরি করাই জামাআতে ইসলামীর কর্মীরা এই সম্প্রীতি স্টলের মাধ্যমে করে থাকেন।