মীযান ডেস্ক: রবিবার ৩ নভেম্বর মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের সকল স্তরের দায়িত্বশীল ও কর্মীদের নিয়ে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হল ঘোষপাড়া জামে মসজিদে। গোলাম গাউস সাহেবের দারসে কুরআনের মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হয়। উপস্থিত ছিলেন জেলার বিভাগীয় সম্পাদক আমিরুল বাশার, ব্লক নাযিম ডাঃ ওয়াজেদ আলী, সহকারী ব্লক নাযিম মজিবুর রহমান, প্রাক্তন ব্লক নাযিম মুখলেসুর রহমান, রুকনে জামাআত গোলাম কিবরিয়া সরকার, সঞ্চালক মোসাদ্দেক হোসেন প্রমুখ। উক্ত প্রোগ্রামে ৬০ জন দায়িত্বশীল ও কর্মী অংশগ্রহণ করেন। জেলা প্রতিনিধি আমিরুল বাশার সাহেবের হেদায়েত ও দোয়ার মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হয়।