দক্ষিণ ২৪ পরগনা জেলায় জামাআতের “ওরিয়েন্টেশন ক্যাম্প”

মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দের নতুন মীকাতকে সামনে রেখে (২০২৩-২৭) চতুর্বার্ষিকী পরিকল্পনা বিষয়ক  “ওরিয়েন্টেশন ক্যাম্প” হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনা জেলায়। রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ মোল্লারঠেস জেলা জামাআত অফিসে এই জেলার অধীনস্ত সকল ব্লক থেকে বাছাইকৃত ১২০ জন কর্মী এতে অংশগ্রহণ করেন।

এই ওরিয়েন্টেশন ক্যাম্প বা কর্মশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি তথা আমীরে হালকা ডা. মসিহুর রহমান। এছাড়াও সংগঠনের রাজ্য প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সেক্রেটারি মাওলানা তাহেরুল হক, দক্ষিণ ২৪ পরগনার জেলা নাযিম সানোয়ার আলি পৈলান-সহ জেলার বিভাগীয় জিম্মাদার হাফেজ মাওলানা তৈয়েব বিন মুহাম্মদ, আলতাব হোসেন লস্কর, মাহতাব উদ্দিন লস্কর, বিভিন্ন ব্লকের নাযিমগণ, কলকাতা মেট্রো সিটির বিশেষ কিছু অংশের নির্বাচিত কর্মীবৃন্দ। জামাআতের জেলা ও রাজ্য পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচি সর্বাঙ্গ সুন্দরভাবে সমাপ্ত হয়।

উল্লেখ্য, জেলা থেকে রাজ্য এবং দেশজুড়ে জামাআতের এই ক্যাম্প চলছে। এর মূল উদ্দেশ্য, হল আগামী চার বছরের নতুন মীকাতে এই সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি সম্পর্কে আলোচনা করা। একইসঙ্গে জামাআত আগামী চার বছরে দেশজুড়ে কী কী কাজ করতে চায়, সেই পরিকল্পনা ও প্রস্তাব নিয়ে সংগঠনের কর্মীদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এই ওরিয়েন্টেশন ক্যাম্পে।

Stay Connected

Advt.

%d bloggers like this: