ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করতে মুর্শিদাবাদে বড়ঞা ব্লকের আন্দি বাজারে ‘সম্প্রীতি স্টল’

মীযান ডেস্ক: মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের আন্দি বাজারে দুর্গাপুজো উপলক্ষে দ্বিতীয় দিনে ‘সম্প্রীতি স্টল’-এর আয়োজন করে জামাআতে ইসলামী হিন্দের বড়ঞা ব্লক শাখা। সুস্থ সমাজ তথা উন্নত ভারত গড়তে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের প্রয়োজন একে অপরকে জানা ও বোঝা। সেই লক্ষ্যেই সব স্তরের মানুষের কাছে সম্প্রীতির বার্তা প্রদানের মহৎ উদ্দেশ্যে দুর্গাপুজোর দিনগুলিতে রাজ্যজুড়ে সম্প্রীতি স্টলের আয়োজন করে থাকে জামাআতে ইসলামী। এই স্টল থেকে পথচলতি মানুষজন ও দর্শনার্থীদের হাতে পানীয় জল, ওষুধ এবং সেই সঙ্গে পবিত্র কুরআনের বাংলা অনুবাদ, সম্প্রীতির বার্তাবাহী নানারকম ইসলামী বইপত্র, হ্যান্ডবিল, ফোল্ডার, ইসলামী সাহিত্য ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

Stay Connected

Advt.

%d bloggers like this: