আন্তঃধর্ম সমন্বয় ও সম্প্রীতির লক্ষ্যে পূর্ব বর্ধমানের বড়শুল মোকামে জামাআতের ‘সম্প্রীতি স্টল’

মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দ প্রত্যেক বছরের ন্যায় এবছরও শারদীয়া উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় ‘সম্প্রীতি স্টল’ দেয়। এই মহতী উদ্যোগের মাধ্যমে পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করে সম্প্রতির বার্তা দেওয়াই মূল উদ্দেশ্য। তারই অংশ হিসেবে পূর্ব বর্ধমান জেলার বড়শুল মোকামের উদ্যোগে মিলগেট বাজারে এবার সম্প্রীতি স্টল দেওয়া হয়েছে। স্টল থেকে সবার জন্য ফ্রি-তে পানীয় জল ও ফার্স্ট এইড এর ব্যবস্থা করা হয়েছে এবং আগত দর্শনার্থীদের মধ্যে স্টলে যারা আসছেন তাদেরকে বাংলায় অনুবাদ কুরআন এবং সম্প্রীতির বার্তাবাহী নানারকম ইসলামী বইপত্র, হ্যান্ডবিল, ফোল্ডার ইত্যাদি উপহার হিসেবে দেওয়া হচ্ছে। প্রথম দিন শিক্ষক অনুতোষ চক্রবর্তী ও জয় ব্যানার্জীর হাতে অনুবাদ কুরআন তুলে দেন বড়শুল মোকামের ইনচার্জ মুজিবর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এখলাক হোসেন আনসারী, সেখ জসির, আকীবুর রহমান ও জাহির সেখ প্রমুখ।

 

Stay Connected

Advt.

%d bloggers like this: