মীযান ডেস্ক: শান্তি-সম্প্রীতির বার্তা দিতে দুর্গাপূজা মণ্ডপের নিকটবর্তী জায়গায় দর্শনার্থীদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে ‘সম্প্রীতি স্টল’। দক্ষিণ ২৪ পরগণা জেলার মহেশতলা এবং ভাঙ্গড় ব্লকের ভোজেরহাটে স্থানীয় জামাআত কর্মী-সমর্থক ও উক্ত ব্লকের নাযিম শাহাবুদ্দীন তরফদার প্রমুখের অক্লান্ত পরিশ্রমে এই অতুলনীয় আয়োজন। স্টল থেকে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা ও পানীয় জল এবং ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূরীকরণের লক্ষ্যে নানারকম বইপত্র ও পুস্তিকা, হ্যান্ডবিল, ফোল্ডার, লিফলেট, কুরআনের বাংলা অনুবাদ।
এই স্টল থেকে বিশিষ্ট সমাজসেবী ও ভোজেরহাট পুরাতন বাজার দুর্গাপুজো কমিটির সম্মানীয় সদস্য মাননীয় প্রদীপ ঘোষ মহাশয়ের হাতে উপহার হিসেবে হ্যান্ডবিল, ফোল্ডার এবং ‘আপনার ভাবনার সুসংবাদ’ বইটি তুলে দেন জামাআতের ব্লক সভাপতি সাহাবুদ্দীন তরফদার। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জামাআতের কর্মী-সমর্থক ও সদস্যগণ।