মীযান ডেস্ক: “আমাদের সকল উৎসব থেকে ছড়িয়ে পড়ুক সম্প্রীতির বার্তা” – মালদা শহরে জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে আয়োজিত ‘সম্প্রীতি স্টল’ থেকে এমনই বার্তা দিলেন উত্তর মালদার সাংসদ শ্রী খগেন মুর্মু। মালদা শহরের ৪২০ মোড়ে দুর্গাপুজো উপলক্ষে ‘সম্প্রীতি স্টল’-এর আয়োজন করেছে সংগঠনের জেলা শাখা।
জামাআতের মালদা জেলার বিভাগীয় সম্পাদক মুহাম্মাদ জার্জিস আলী জানান, সুস্থ সমাজ তথা উন্নত দেশ গড়তে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের প্রয়োজন একে অপরকে জানা ও বোঝা। সেই লক্ষ্যেই গত পাঁচ বছর ধরে সম্প্রীতির বার্তা প্রদানের উদ্দেশ্যে সম্প্রীতি স্টলের আয়োজন করে আসছে জামাআত। দুর্গা পুজো চলাকালে চারদিন রাজ্যের সমস্ত জেলার বিভিন্ন এলাকায় সম্প্রীতি স্টলের আয়োজন করে জামাআতে ইসলামী। এসব স্টলে মূলত ইসলামী বই-পুস্তক থাকে। ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করতে অমুসলিম ভাই-বোনদের হাতে এসব বই-পুস্তক, বাংলা তরজমা কুরআন, হ্যান্ডবিল, ফোল্ডার ইত্যাদি উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
এদিন সাংসদ খগেন মূর্মূ নিজ হাতে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে সম্প্রীতি স্টলের উদ্বোধন করেন এবং উদ্যোক্তাদের এই প্রচেষ্টাকে মহৎ বলে অভিহিত করে সাধুবাদ জানান। এই স্টল থেকে পথচলতি দর্শনার্থীদের বিনামূল্যে পানীয় জল ও ঔষধ প্রদান করেন উদ্যোক্তারা। সেই সঙ্গে সম্প্রীতির বার্তাবাহী নানারকম পুস্তিকাও তুলে দেওয়া হয় তাদের হাতে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাআতের রাজ্য সহ-সম্পাদক আনিসুর রহমান, জেলার বিভাগীয় সম্পাদক সাবির আহমেদ প্রমুখ।
পাকুয়াহাট:
মালদা জেলার পাকুয়াহাটে দুর্গাপুজো উপলক্ষে সম্প্রীতি স্টলের আয়োজন করে জামাআতে ইসলামী হিন্দ এর জেলা শাখা। এই সম্প্রীতি স্টল থেকে পথচলতি দর্শনার্থীদের বিনামূল্যে জল ও সেই সঙ্গে সম্প্রীতির বার্তাবাহী বিভিন্ন রকম বই-পুস্তিকা, হ্যান্ডবিল, ফোল্ডার ইত্যাদি তুলে দেওয়া হয়। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় জামাআতের উদ্যোগে সম্প্রীতি স্টল দেওয়া হয়।