হাওড়া, হুগলী, দুই বর্ধমান ও মেদিনীপুর নিয়ে জামাআতের ওরিয়েন্টেশন ক্যাম্প উলুবেড়িয়ার নিমদিঘিতে

মীযান ডেস্ক:  হাওড়া জেলার উলুবেড়িয়ার নিমদিঘিতে অবস্থিত সোসাইটি আপলিফটমেন্ট সেন্টারে জামাআতের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাকে নিয়ে ওরিয়েন্টেশন ক্যাম্প হয়ে গেল। ১২ আগস্ট শনিবার এই প্রোগ্রামে হাজির ছিলেন হাওড়া, হুগলী, দুই বর্ধমান ও মেদিনীপুর জেলার রুকন ও বিভিন্ন পর্যায়ের জিম্মাদারগণ। শিবিরে বক্তব্য রাখছেন আমীরে হালকা ডা. মসিহুর রহমান। মঞ্চে রাজ্য ও জেলা নেতৃত্ব। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জামাআতের সেক্রেটারি হালকা অধ্যাপক মশিউর রহমান, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মাওলানা তাহেরুল হক, নাসিম আলি এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নাযিম, সহকারী নাযিম, জেলা নাযিমা ও সহকারী জেলা নাযিমাগণ।

উল্লেখ্য, প্রতি চার বছর অন্তর এই ইসলামী সংগঠনের অভ্যন্তীরন নির্বাচন হয় এবং তার ভিত্তিতে গ্রাম পর্যায় থেকে শুরু করে ব্লক, জেলা, রাজ্য তথা সর্বভারতীয় স্তরে জিম্মাদাররা দায়িত্বে আসেন। এবার এই নতুন মীকাত বা চতুর্বার্ষিকী মেয়াদে (২০২৩-২০২৭) রাজ্য সংগঠনের তরফে কী রকম পরিকল্পনা নেওয়া হয়েছে, তারই রূপরেখা জেলাস্তরের নেতা-কর্মী ও জিম্মাদারদের বিস্তারিত জানানোর লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সময়ের কারণে সব জেলায় ঘুরে ঘুরে এই ক্যাম্প করা সম্ভব না হওয়ায় রাজ্যকে চারটি বিভাগে ভাগ করে কয়েকটি জেলাকে নিয়ে মোট ৪টি ওরিয়েন্টেশন ক্যাম্প হয়। উত্তরবঙ্গে দুটি এবং দক্ষিণবঙ্গে দুটি। হাওড়ার পর সোমবার ১৪ আগস্ট শেষ ক্যাম্প হয় উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় অবস্থিত আল মানার আদর্শ শিক্ষা শিবির নামক মিশনে। এখানে কলকাতা মেট্রোসিটি, দুই ২৪ পরগনা এবং নদীয়ার একাংশের বাছাই করা নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: