মীযান ডেস্ক: মুর্শিদাবাদের নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জানে আলমকে “Edulite Excellence Award-2024” সম্মানে ভূষিত করা হল। রবিবার ২৩ জুন কলকাতার সায়েন্স সিটি কনফারেন্স হলে শিক্ষাক্ষেত্রে তার অনন্য অবদানের জন্য ‘অরণ্য বাংলা ফাউন্ডেশন’ এর তরফে তাকে এই সম্মান প্রদান করা হয়।
জানে আলম এর আগে কোচবিহারের হেমকুমারী হাই স্কুল এবং জঙ্গীপুর মুনিরিয়া হাই মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। মাদ্রাসার শিক্ষার্থীদের পিছিয়েপড়া অবস্থা দেখে তাদের উন্নতির জন্য তিনি মাদ্রাসায় যোগ দেন এবং প্রধান শিক্ষকের পদে উন্নীত হন।
ফারাক্কা ব্লকের মহেশপুর এলাকায় জানে আলম প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার সময় স্থানীয় এলাকা অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত ছিল, ফলে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড সেখানে ঘটত। সেখানে তিনি সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষার হার বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে ক্যাম্পেইন চালাতেন। বর্তমানে নূর জাহানারা মাদ্রাসায় প্রায় ১৩০০ শিক্ষার্থী রয়েছে, যা এক দশক আগে মাত্র ১৩ জন ছিল।
জানে আলমের প্রচেষ্টায় স্কুলছুট বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ, কোভিড সচেতনতা প্রচার এবং ক্লিন বাংলা অভিযান-সহ বহুমুখী উদ্যোগ গৃহীত হয়েছে। তাঁর উদ্যোগ ও প্রচেষ্টায় এই মাদ্রাসায় স্মার্ট ক্লাস, সেমিনার হল, ডিজিটাল ল্যাব, লাইব্রেরি, বিজ্ঞান ল্যাব, কিচেন গার্ডেন এবং জিম সেন্টার স্থাপন হয়েছে।
এর আগে তিনি স্থানীয়, ব্লক এবং জেলা স্তরের শিক্ষা বিভাগের কাছ থেকে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ২০২৪ সালে ‘গাংচিল’ সংস্থা তাকে আন্তর্জাতিক সম্মাননা প্রদান করে। সম্প্রতি “বর্ষসেরা প্রভাবশালী শিক্ষাবিদ” পুরস্কার লাভ করেছেন। তার কঠোর পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা-ভাবনা এবং শিক্ষার্থীদের প্রতি নিবেদিতপ্রাণ মনোভাব তাকে এই সম্মানে ভূষিত করেছে।
সম্মাননা পেয়ে তিনি বলেন, “এই পুরস্কার আমার জন্য একটি বড় সম্মান এবং শিক্ষাক্ষেত্রে নতুন নতুন ধারণা ও উদ্যোগ গ্রহণ করতে এটি আমাকে আরও উৎসাহিত করবে। আমি সবসময়ই বিশ্বাস করি, শিক্ষা হচ্ছে একটি শক্তিশালী মাধ্যম, যা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারে।”
