বড়শুলে স্বাধীনতা দিবসে জামাআতের উদ্যোগে অসুস্থ ও দুস্থদের খাদ্য বিতরণ

মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দের পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের বড়শুল মোকামের উদ্যোগে মঙ্গলবার ১৫ আগষ্ট দেশের ৭৭তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে মুসলিম-হিন্দু নির্বিশেষে অসুস্থ ও দুস্থ মানুষদের মধ্যে কিছু খাবার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বড়শুল মোকামের আমীর মুজিবর রহমান, প্রাক্তন জেলা নাযিম রবিউল ইসলাম, সেখ জাহির ও জামাআতের অন্যান্য কর্মীরা। সেবামূলক এই মহতী কাজে জামাআতের টিমের সঙ্গে উপস্থিত ছিলেন দুই অমুসলিম ভাই অংশু বৈদ্য ও মানিক।

 

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: