মীযান ডেস্ক: মুর্শিদাবাদে অনুষ্ঠিত হল জিআইও-র তাজকিয়া ক্যাম্প। ২৬ জুন রবিবার জিআইও-র উত্তর ও দক্ষিণ মুর্শিদাবাদ জেলার যৌথ উদ্যোগে জিআইও পশ্চিমবঙ্গের রাজ্য সেক্রেটারির উপস্থিতিতে বহরমপুর জামাআতে ইসলামী হিন্দ এর জেলা অফিসে দুই জেলার মেম্বার বোনেদের নিয়ে এই তাজকিয়া ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দ এর মুর্শিদাবাদ জেলার নাযিম শামসুল আলম সাহেব ও জেলা নাযিমা আনোয়ারা খাতুন, নর্থ ও সাউথ মুর্শিদাবাদ জেলা জিআইও-র সভানেত্রী, জেলা সম্পাদিকা ও বিভিন্ন স্তরের দায়িত্বশীলা এবং সদস্যারা।
জেলা নাযিমা মুহতারামা আনোয়ারা খাতুন এর তাযকির বিল কুরআনের মাধ্যমে এদিনের তাজকিয়াহ্ প্রোগ্রামের সূচনা হয়। পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতসমূহের ওপর জ্ঞানগর্ভ আলোচনা করে তিনি মুমিনের জীবনে তাযকিয়াহর গুরুত্ব বুঝতে সাহায্য করেন এবং সাংগঠনিক কর্মীদের বিভিন্ন বাঁধা বিপত্তিতে সবর (ধৈর্য্য ধারণ করা) এক্তিয়ার করার উপদেশ দেন। প্রারম্ভিক ভাষণ দেন নর্থ মুর্শিদাবাদ জেলার জিআইও-র জেলা প্রেসিডেন্ট মাগফুরা খাতুন।
‘উত্তম চরিত্র গঠন’ শিরোনামে একটি সিম্পোজিয়াম পরিচালনা করা হয়। অংশগ্রহণকারী বোনেরা নিজ নিজ অবস্থান থেকে এ বিষয়ে কুরআন ও হাদীসের আলোকে উত্তম চরিত্রের প্রয়োজনীয়তা ও তা অর্জনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।
“তাজকিয়া-ই জীবনের উন্নতির সোপান’ বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন বিশেষ অতিথি তথা জিআইও-র রাজ্য সম্পাদিকা সুমাইয়া শেফা ইয়াসমিন। ‘সংগঠনের সম্প্রসারণ ও দাওয়াত’ – বিষয়ে বক্তব্য রাখেন জেলা নাযিম শামসুল আলম এবং এর মাধ্যমে তিনি দাওয়াতের পদ্ধতি কেমন হতে পারে – তা অবগত করান। দ্বিতীয় অধিবেশনে ‘সাংগঠনিক কর্মীদের মানোন্নয়নে সঠিক পথ ও পন্থা, গুরুত্ব ও তাৎপর্য’ – বিষয়ে বক্তব্য রাখেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলার জিআইও সম্পাদিকা উলা ইয়াসমিন। ‘জিআইও-র লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপদ্ধতি” নিয়ে বর্তমান প্রেক্ষাপটে বাস্তবোচিত আলোচনা করেন উত্তর মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট টিম মেম্বার নুরসিমা খাতুন।
সারাদিন ব্যাপী এই প্রোগ্রামে একাধিক ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়। অন্তিম পর্যায়ে জামাআতের জেলা নাযিমা তথ্য ও নির্দেশপূর্ণ কিছু কথার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।