মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ইসরাইল ও ফিলিস্তিন নারীদের যৌথ মিছিল

মীযান ডেস্ক: ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে বুধবার শত শত ইসরাইলি ও ফিলিস্তিনি নারী শান্তির জন্য যৌথ সমাবেশ করেছে। তারা মূলত ইসরাইল-ফিলিস্তিন সঙ্ঘাত বন্ধের আহ্বান জানান। এই অভিনব সমাবেশে অংশ নিয়ে উভয়পক্ষের নারীরা ‘আমরা শান্তি চাই’ বলে স্লোগান দিতে থাকেন। ‘আমাদের শিশু হত্যা বন্ধ কর’ – লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা দলে দলে শান্তি সমাবেশে যোগ দেন। বেশিরভাগের পরনে সাদা পোশাক ছিল।

‘এলায়েন্স ফর মিডল ইস্ট পিস’ এনজিওর ডাইরেক্টর ও ফিলিস্তিনি মানবাধিকার কর্মী হুদা আবু আরকোয়াব বলেন, ‘আমাদের বার্তা হল আমাদের সন্তানরা মরে যাওয়ার চেয়ে জীবিত থাকুক।’ তিনি আরো বলেন, ‘এই প্রথমবার সমপর্যায়ে ইসরাইল ও ফিলিস্তিনি নারীদের সত্যিকার অংশদারিত্ব আমরা পেয়েছি।’

সমাবেশটি প্রথমে জেরুসালেমে শুরু হয়। পরে বিক্ষোভকারীরা পশ্চিম তীরের ডেড-সির দিকে চলে যায়। সেখানে আরো বিক্ষোভকারী সমাবেশে অংশ নেয়। নারী নেতৃত্বাধীন দু’টি সংগঠন ‘উইমেন ওয়েজ পিস’ এবং ‘উইমেন অব দ্য সান’ নিয়ে গঠিত জোট ‘দ্য এলায়েন্স ফর মিডল ইস্ট পিস’ সমাবেশটির আয়োজন করে।

উইমেন ওয়েজ পিসের সমন্বয়কারী পাসকেল শেন বলেন, ‘ইসরাইলি ও ফিলিস্তিনি মায়েদের পক্ষ থেকে যৌথ আহ্বানের উদ্দেশ হল আমাদের নেতাদের আলোচনার টেবিলে ফিরে যাওয়ার কথা বলা এবং স্থায়ী শান্তির লক্ষ্যে কূটনৈতিক সমাধানে পৌঁছানো।’

উল্লেখ্য, গত বছর থেকে ইসরাইল ফিলিস্তিন সহিংসতা বেড়ে গেছে। চলতি বছর এ পর্যন্ত অন্তত সঙ্ঘাতে ২৪৩ ফিলিস্তিনি ও ৩২ ইসরাইলি নিহত হয়েছে।

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: