জামাআতের চতুর্বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে  কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার যৌথ কর্মশালা

মীযান ডেস্ক:  জামা’আতে ইসলামী হিন্দ-এর কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হয়ে গেল ওরিয়েন্টেশন ক্যাম্প। রবিবার ১০ সেপ্টেম্বর কোচবিহার শহরের প্রাণকেন্দ্র পিলখানায় উত্তরবঙ্গের এই দুই জেলার সমস্ত মুত্তাফিক ও কারকুন হালকার নাযিম-নাযিমা এবং মোকামী আমীর-সহ বাছাইকৃত কারকুন ও রুকনদের নিয়ে অনুষ্ঠিত হয় এই অভিনব প্রোগ্রাম। এতে মূলত জামাআতের নতুন কার্যমেয়াদে গৃহীত চতুর্বার্ষিকী পরিকল্পনার ওপর বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সংগঠনের জেলা পর্যায়ের কর্মীদের সামনে পুরো বিষয়টা ব্যাখ্যা-বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া হয়।

এই মহতী প্রোগ্রামে উপস্থিত ছিলেন জামাআতের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নাসিম আলী, রাজ্য সহ-সম্পাদক মণ্ডলীর সদস্য মোহাম্মদ মুত্তালিব সেখ, কোচবিহার জেলার নাযিম মহম্মদ রফিউদ্দিন আহমেদ, সহকারী জেলা নাযিমদ্বয় একরামুল হক ও ইমরান হোসেন, জেলা নাযিমা মমতাজ বেগম, আলিপুরদুয়ারের জেলা নাযিম মকসেদুল হক প্রমুখ।

জেলার সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য জালালুদ্দিন সাহেবের তাযকির বিল কুরআনের মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হয়। জেলা নাযিম রফিউদ্দিন সাহেব প্রারম্ভিক বক্তব্যে জেলার নিরিখে চতুর্বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের কথা বলেন। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এক বড় নেয়ামত, অনেক বড় একটা সম্মানের জায়গা। একে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করতে হবে। রাজ্য সহঃ সম্পাদক মণ্ডলীর সদস্য মুত্তালিব সাহেব কর্মী ও দায়িত্বশীলদের সার্বিক তাযকিয়ার উন্নয়ন প্রসঙ্গে কথা বলেন। রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নাসিম আলী সাহেব সাংগঠনিক আনুগত্যকে জীবনের পাথেয় করার তাগিদ দেন। তিনি এও বলেন, অত্যন্ত তৎপরতার সঙ্গে চতুর্বার্ষিকী পরিকল্পনাকে সমাজে বাস্তবায়ন করতে সকলকে ঐকবদ্ধ হয়ে প্রয়াস চালাতে হবে।

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: