মীযান ডেস্ক: দেশে ঘৃণা-বিদ্বেষের বাতাবরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি মুসলিমদের মনের কথা (‘মন কি বাত’) শোনার জন্য আহ্বান জানালেন।
অতি সম্প্রতি হরিয়ানার নুহ অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা এবং চলন্ত ট্রেনে এক রেল পুলিশের গুলিতে চারজন মুসলিমকে বেছে বেছে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে ইমাম বুখারি শুক্রবার জুমার খুতবায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত মুসলিম সম্প্রদায়ের বুদ্ধিজীবীদের সাথে আলোচনায় বসা। তাঁর কথায়, দেশের চলমান পরিস্থিতির কারণে আমি একথা বলতে বাধ্য হচ্ছি। দেশের পরিস্থিতি ভয়াবহ এবং ঘৃণা-বিদ্বেষের ঝড় দেশের শান্তির ওপর ভয়াবহ আঘাত হানছে।
তিনি মোদির মাসিক রেডিও প্রোগ্রাম প্রসঙ্গে বলেন, “আপনি আপনার ‘মন কি বাত’ বলছেন। কিন্তু আপনার উচিত মুসলিমদের ‘মন কি বাত’ শোনা। বিদ্যমান পরিস্থিতিতে মুসলিমরা চরম বিপদে ও সংকটে আছে, তারা তাদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন।’
ঘৃণা ও সাম্প্রদায়িক সহিংসতা সামাল দিতে আইন ’দুর্বল’ বলে প্রমাণিত হয়েছে। সরকারেরও সদিচ্ছার অভাব প্রকট হয়ে দেখা দিচ্ছে। একটি নির্দিষ্ট ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। পঞ্চায়েতের বৈঠকে মুসলিমদের বয়কট করার এবং তাদের সাথে ব্যবসা বা লেনদেন না করতে নিদান দেওয়া হচ্ছে। বিশ্বে ৫৭টি মুসলিম দেশে অসংখ্য ভারতীয় অমুসলিম ভাই বসবাস করেন। কিন্তু তারা সে সব দেশে তাদের জীবন ও জীবিকা নিয়ে কোনো ধরনের হুমকির মুখে পড়ে না। কিন্তু এদেশে হিন্দু ও মুসলিমদের মধ্যকার সম্পর্ক ‘ঝুঁকির’ মধ্যে আছে। ভারতে কেন এই ঘৃণা, কেন এই বিদ্বেষ? এমন দিনের জন্যই কি আমাদের পূর্বপুরুষেরা জীবন বাজি রেখে স্বাধীনতা এনেছিলেন? হিন্দু ও মুসলিমরা কি আলাদাভাবে বসবাস করবে?’ খুতবার শেষে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব। সরকার কোনভাবেই সেই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না বা দায় ঝেড়ে ফেলতে পারে না।