শেখ লিয়াকত হোসেন, উলুবেড়িয়া: হাওড়া জেলার মহিষরেখায় নজরুল হাইস্কুলের সামনে দামোদর নদীর তীরে গাছগাছালির মাঝে প্রত্যয় সাহিত্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হল এক মনোরম সাহিত্য সভা। ৩১ ডিসেম্বর রবিবার তেলাওয়াতে কুরআন এর মাধ্যমে এই অভিনব সাহিত্য সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হয়। আবৃত্তি ও কবিদের স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। সভাপতিত্ব করেন বর্ষীয়ান কবি ও প্রাবন্ধিক আব্দুর রাজ্জাক।
“আজকের মুসলিম সমাজ ও সাহিত্য চর্চা” – এই বিষয়ের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন প্রত্যয় সাহিত্য পরিষদের সভাপতি আব্দুল মান্নান, উলুবেড়িয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মুন্সি সোফিয়ার রহমান, বাউড়িয়া অঞ্চলের রুকনে জামাআত আব্দুল হাই মণ্ডল। এছাড়াও এদিনের সাহিত্যসভা ও বনভোজনে উপস্থিত ছিলেন স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার অনেক কবি, লেখক, সাহিত্যপ্রেমী, শিক্ষক ও স্কুল-কলেজ পড়ুয়া। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নিমদীঘির মোকামী আমীর আমিরুল হাসান। নদীর তীরে রান্না করে খাওয়া দাওয়া ও জামাআত করে কাতারবন্দি হয়ে নামায আদায় সকলের দৃষ্টি আকর্ষণ করে।