মাধ্যমিক ২০২৪: রাজ্য মেধা তালিকায় প্রথম দশে মালদহের টার্গেট পয়েন্ট স্কুলের ৪জন

মীযান ডেস্ক: এবার মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশে ৪ জন ঠাঁই পেয়েছে মালদহ জেলার টার্গেট পয়েন্ট স্কুল থেকে। প্রধান শিক্ষক উজির হোসেন জানিয়েছেন, গত বছরও একই রকম সাফল্য পেয়েছিল এই প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা। দু-দশক আগে ২০০৪ সাল নাগাদ এই মিশন স্কুলের পথচলা শুরু। এ বছরই প্রথম রাজ্য মাধ্যমিক শিক্ষা পর্ষদের অনুমোদন পেয়েছে এই স্কুল। মালদহ জেলার টপার মোহাম্মদ সাহাবুদ্দিন আলি রাজ্য মেধা তালিকায় ষষ্ঠ স্থান পেয়েছে। বৈষ্ণবনগর এলাহিটোলা গ্রামে তার বাড়ি। তার বাবা সাইফুদ্দিন আহমেদ প্রান্তিক কৃষক। ছেলেকে ভাল করে পড়াশোনা শিখিয়ে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অভাবের সংসারে মা শিউলি খাতুন বিড়ি বাঁধার কাজ করেন। অভাবি ও মেধাবি পরিবারের সন্তান সাহাবুদ্দিনকে ফ্রিতে ভর্তি নেয় টার্গেট পয়েন্ট স্কুল। যদিও তার বাবা-মা সেই অফার না নিয়ে সাধ্যমতো ন্যূনতম ফিজ দিয়ে ছেলেকে পড়ান।

মুর্শিদাবাদের অর্জুনপুর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম এই স্কুল থেকেই রাজ্য মেধা তালিকায় নবম স্থান অধিকার করেছে। তার বাবা নূরুল ইসলাম প্রাক্তন শিক্ষক। মা মেহবুবা খাতুন আইসিডিএস স্কুলে পড়ান। আমিনুলের সঙ্গে যুগ্মভাবে নবম হয়েছে মালদহের কালিয়াচকের বাবুরহাট গ্রামের বাসিন্দা বিকাশ মণ্ডলের ছেলে বিশাল চন্দ্র মণ্ডল (৬৮৫)। আাবার রাজ্য মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে গোপালগঞ্জ গ্রামের বিশাল মণ্ডল (৬৮৪)। তার বাবা বিএসএফ-এ চাকরি করেন।

Stay Connected

Advt.

%d bloggers like this: