মীযান ডেস্ক: ভয়েস পাবলিক স্কুলের নাম রাজ্যজোড়া। প্রতি বছরের মতো এবারও এই মিশন স্কুলের পরীক্ষার্থীরা মাধ্যমিকে খুব ভাল রেজাল্ট করেছে। এবার এই মিশনের বিভিন্ন শাখা থেকে মোট ২৮৭জন পরীক্ষা দিয়েছিল। সকলেই সসম্মানে উত্তীর্ণ হয়েছে। ৯০ শতাংশ বা তার বেশি নাম্বার পেয়েছে ১১জন। ৮০ শতাংশ বা তার বেশি পেয়েছে ১০৯জন। ৭৫ শতাংশ বা তার বেশি পেয়েছে ১৮৯জন। ৬০ শতাংশের বেশি পেয়েছে ২৩৮জন এবং ৫০ শতাংশের বেশি পেয়ে পাশ করেছে ২৭৬জন। প্রতিবারের মতো এবারও এই মিশনের নজরকাড়া সাফল্যে বেজায় খুশি মিশনের কর্ণধার প্রতিষ্ঠাতা শিক্ষাব্রতী ও সমাজসেবী শাহজাহান বিশ্বাস।
এবার এই মিশন স্কুল থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছেন মুর্শিদাবাদের সুতির কৃষক পরিবারের সন্তান মোহাম্মাদ সেখ মাসুম। তার প্রাপ্ত নম্বর ৬৪৪ বা ৯২ শতাংশ। সব বিষয়েই লেটার মার্কস পেয়েছে সে। নিটের জন্য প্রস্তুতি নিচ্ছে মাসুম। মিশনের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের রাজমিস্ত্রির ছেলে আব্দুর রশিদ। সে পেয়েছে ৬৩৭ নম্বর, ৯১ শতাংশ। সেও সব বিষয়ে লেটার পেয়েছে। ডাক্তার হবার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে রশিদ। তৃতীয় হয়েছে মোহাম্মদ আজমল হোসেন। মুর্শিদাবাদের নতুনগ্রামের জাকের হোসেন সাহেবের ছেলে আজমল ৬৩৬ নাম্বার এবং সব বিষয়ে লেটার পেয়েছে।