আল-মানার আদর্শ শিক্ষা শিবির
মীযান ডেস্ক: প্রতিবারের মতো এবারও আল মানার আদর্শ শিক্ষা শিবির থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা বেশ নজরকাড়া সাফল্য পেয়েছে। উত্তর ২৪ পরগনার হাড়োয়া, চৌহাটা, গোয়ালপোতায় অবস্থিত উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশন স্কুল থেকে এবার মোট ২৫ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আবু উবাইদ, তার প্রাপ্ত নম্বর ৫৯৬ (৮৫.১৪%)। দ্বিতীয় স্থান অধিকার করেছে শাহানুর মোল্লা, তার প্রাপ্ত নম্বর ৫৮৯ (৮৪.১৪%)। তৃতীয় স্থান অধিকার করেছে সাঈদ রান খালাসী, তার প্রাপ্ত নম্বর ৫৭৭ (৮২.৪২%)। এবার এই মিশন থেকে স্টার মার্কস পেয়েছে ৪ জন। ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হয়েছে ১৬জন। সেকেন্ড ডিভিশন পেয়েছে ৯জন।
আল আমিন মিল্লি মিশন
২০২৪ মাধ্যমিক পরীক্ষায় আল আমিন মিল্লি মিশনের জয়জয়কার ফলাফল। এবার এই মিশন থেকে মোট পরীক্ষার্থী ছিল ৪৮ জন। তার মধ্যে তিন জন ৯৩%, ৭ জন ৯০% এবং স্টার্ট মার্কস পেয়েছেন ২৫ জন। মিশনের চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার এবং সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল ওহাব সাহেব এই ফলাফলে আনন্দিত। ছাত্রদেরকে আগামী দিনে আরও ভাল ফলাফল করার জন্য দোয়া করেন।
সেই সঙ্গে সমস্ত শিক্ষককে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য সাধুবাদ জানান। জিডি স্টাডি সার্কেলের চেয়ারম্যান এই নজরকাড়া সাফল্যের জন্য সেখ নুরুল হক আল আমিন মিল্লি মিশনের জন্য দোয়া করেন। এবার এই মিশন থেকে প্রথম হয়েছেন আজম তাসাদ্দুক মোহাম্মদ, দ্বিতীয় মমতাজুল হাসান এবং তৃতীয় স্থান অধিকার করেছেন ইন্তেজাম উল হক।
ইটাহার আল-আমিন মিশন
এ বছরও ইটাহার আল-আমিন মিশনের ছাত্ররা মাধ্যমিকে নজরকাড়া ফলাফল করেছেন। এবার এই মিশন থেকে মোট ১৫ জন পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে ৩ জন ছাত্র ৯০%-এর উপর, ১০ জন ৮০%-এর উপর এবং ২ জন ৭০%-এর উপর নম্বর পেয়েছে। সর্বোচ্চ নম্বর পেয়েছে আবুল ফায়সাল, ৬৩৯। এরপর রয়েছে যথাক্রমে মোহাম্মদ সোহান রেজা এবং এরফান আলী। তাদের প্রাপ্ত নম্বর ৬৩৫। এছাড়া মুন্তারুল হক ৬১৬, মোহাম্মদ আশরাফ আলী ৬১১, মুজাহিদুল ইসলাম এবং আসিফ আলী ৬০৬, মোহাম্মদ সাহিদ রেজা ৬০২, মোহা: শাহিদ রেজা ৬০০, রকী খান ৫৯৩, মোবারক হোসেন ৫৭৮, সালিম আক্তার ৫৭২, সাকিল আহম্মেদ ৫৬৪, মুর্শিদ আলম ৫৪১ এবং রাজিবুল হক ৫২০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
মিশনের ম্যানেজিং ডিরেক্টর কাজী আব্দুর রাজ্জাক সাহেব জানান, এবার মাধ্যমিকে আমাদের ১৫ জন ছাত্রের মধ্যে ১৩ জন লেটার মার্কস, ১ জন স্টার মার্কস এবং ১ জন ফার্স্ট ডিভিশন পেয়েছেন। সার্বিকভাবে ফলাফল খুবই ভাল হয়েছে। তবে এবার ইংরেজি বিষয়ে কম নম্বর এসেছে। এর জন্য মিশনের সমস্ত ছাত্রের ইংরেজি খাতা রিভিউয়ের জন্য আবেদন করব। তিনি আরো বলেন, এই ফলাফলে মিশনের শিক্ষক, ছাত্র, অভিভাবক, কর্তৃপক্ষ সকলেরই গুরুত্বপূর্ণ অবদান ও ভূমিকা রয়েছে।
লাব্বাইক মিশন
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার থানার নেতরা এলাকায় অবস্থিত ‘লাব্বাইক মিশন’ এর চার পরীক্ষার্থী প্রথম বিভাগে একাধিক বিষয়ে লেটার নিয়ে মিশনের মুখ উজ্জ্বল করেছে। মিশন সূত্রে জানা যায়, চলতি বছর এখান থেকে মাত্র চারজন ছাত্র পরীক্ষা দেয়। সবাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। প্রত্যেকে একাধিক বিষয়ে লেটার পেয়েছে। মিশনের আবাসিক শিক্ষক শরিফুল ইসলাম হালদার জানান, তাদের এই রেজাল্ট আমাদেরকে আরো বেশি আশাবাদী করেছে। আল্লাহর রহমতে, ছাত্রদের সাধনা ও অধ্যবসায় এবং শিক্ষকদের ভূমিকা –সব মিলিয়ে লাব্বাইক মিশনের ফলাফল এতটা ভাল হয়েছে। ভবিষ্যতে আরো ভাল হোক এই দোয়া করি।
মিশনের সম্পাদক আজিজুল হক জানান, চকচকে মেধা অন্বেষণ না করে, শিক্ষা সংক্রান্ত পরিষেবা দেওয়ার লক্ষ্যে সাধারণ মানের অতি সাধারণ পরিবারের শিক্ষার্থীদের নিয়ে লাব্বাইক মিশনের শিক্ষা পরিষেবা। তাদের থেকে যথেষ্ট ভাল ফল পাওয়া গেছে। মহান রবের উদ্দেশ্যে শুকরিয়া জ্ঞাপন করি। সর্বোচ্চ নম্বর প্রাপক সাহিল আহমেদ শেখ (৪৯৩)।
বর্ধমান আল-আমিন মিশন
পূর্ব বর্ধমান জেলার মূলকাঠি, মাচখাণ্ডায় অবস্থিত বর্ধমান আল আমিন মিশন থেকে এ বছর মোট ৬৭ জন মাধ্যমিক পরীক্ষা দেন। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৫৭ জন। দ্বিতীয় বিভাগে ১০ জন। ৮০% এর উপর নম্বর পেয়েছেন ১০ জন। সর্বোচ্চ নাম্বার পেয়ে এই মিশন থেকে প্রথম স্থান অধিকার করেছেন শেখ তামিম আরাফাত। তার প্রাপ্ত নম্বর ৬৩৬।
তালদি পাতিখালি ডিএসএস মিশন
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, নাগরতলা পাতিখালি অঞ্চল মোড়ে অবস্থিত এই মিশন থেকে এ বছর মোট ৬ জন মাধ্যমিক পরীক্ষা দেন। উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠিত এই মিশন থেকে এবারই প্রথম মাধ্যমিক পরীক্ষায় বসেছিল পড়ুয়ারা। সকলেই সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ২ জন ফার্স্ট ডিভিশন পেয়েছেন। ৪টি বিষয়ে লেটার সহ সর্বোচ্চ নম্বর পেয়েছেন রবিউল সেখ, ৫২৩ (৭৪.৭ শতাংশ)।